Sylhet Today 24 PRINT

সময় থাকতে হাত বাড়ান, দাবি প্রাধিকারের

সিলেটটুডে ডেস্ক |  ০৪ মার্চ, ২০১৬

জাতিসংঘ ঘোষিত “বিশ্ব বন্য প্রাণি দিবস -২০১৬” উপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণি অধিকার বিষয়ক সংগঠন প্রাধিকার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের  মেডিসিন গ্যালারিতে সেমিনার আয়োজন করে।

“আমাদের হাতেই বন্যপ্রাণিদের ভবিষ্যৎ” মূল প্রতিপাদ্যের উপর ভিত্তি করে “বাংলাদেশে বন্যপ্রাণী সংরক্ষণ” বিষয়ের উপর সেমিনারটি আয়োজন করা হয়।

প্রাধিকারিয়ান আব্দুল মজিদ উজ্জ্বলের পরিচালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্স অনুষদ এর ডিন অধ্যাপক ড. মো. মোহন মিয়া।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন মেডিসিন ডিপার্টমেন্ট এর সহকারী অধ্যাপক ড. মাহফুজুর রহমান।

সেমিনারের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ভেটেরিনারি ১৯তম ব্যাচ এর ছাত্রী ফারজানা ইয়াসমিন পপি।

এরপর বাংলাদেশের বর্তমান ওয়াইল্ড লাইফের অবস্থা, তাদের সংরক্ষণ এবং বর্তমানে ওয়াইল্ড লাইফের বেঁচে থাকা কেন হুমকির মুখে, তা থেকে কিভাবে তাদের বাঁচানো যাবে এ নিয়ে সেমিনার এর  মূল প্রবন্ধ  উপস্থাপন করেন ‘প্রাধিকার’ এর অন্যতম সংগঠক মনজুর কাদের চৌধুরী।

এতে উঠে আসে বর্তমানে বাংলাদেশের প্রায় কয়েকশ প্রজাতির পশুপাখি খুবই বিপন্ন অবস্থায় আছে, যাদের সংরক্ষণে এখনই কার্যকর পদক্ষেপ নেয়া না গেলে ভবিষ্যতে তা পরিবেশের বাস্তুতন্ত্রের উপর মারাত্মক আঘাত হানবে।

সেমিনারের প্রধান অতিথি বলেন “সৃষ্টিকর্তা সকল জীব-জন্তু মানুষের উপকারের জন্যই সৃষ্টি করেছেন, সুতরাং এদের বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদেরই নিতে হবে”।

ড. মাহফুজুর রহমান বলেন— “বন্যপ্রাণি আমাদের সম্পদ ।কিছু মানুষের কারণে আজকে তারা হুমকির মুখে । হারিয়ে গেছে অনেক প্রজাতি । আমরা মানুষই পারি আমাদের প্রয়োজনে তাদের ঠিকিয়ে রাখতে।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.