Sylhet Today 24 PRINT

মেট্রোপলিটন ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের ১৯তম সভা অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ০৫ মার্চ, ২০১৬

মেট্রোপলিটন ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের ১৯তম সভা শনিবার বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিনের সভাপতিত্বে উক্ত সভায় গত সভার সিদ্ধান্তসমূহ অনুমোদন, অত্র বছরের ফেব্রুয়ারির ২৫ তারিখ পর্যন্ত পাশকৃত ছাত্র-ছাত্রীদের ফলাফল, ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশের মেয়াদ ১৫ ডিসেম্বর ২০১৫ থেকে ২৫ ফেব্রুয়ারি ২০১৬ পর্যন্ত বৃদ্ধি, সহশিক্ষা বিষয়ক নীতিমালা পূনর্বিবেচনা এবং শিক্ষক ও ছাত্রছাত্রীদের শিক্ষা সফর ও বনভোজন বিষয়ে নীতিমালা অনুমোদন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যায়ের উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন, প্রফেসর ইমেরিটাস এম. আবদুল আজিজ, ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. তাহের বিল্লাল খলিফা, সামাজিক ও মানবিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাক, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এম. রবিউল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল হক চৌধুরী, আইন বিভাগের অধ্যাপক ব্যারিস্টার আরশ আলী, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক নন্দলাল শর্মা, রেজিস্ট্রার মুহাম্মদ ফজলুর রব তানভীর এবং বিভিন্ন বিভাগের প্রধানসহ সংশ্লিষ্ট সবাই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.