Sylhet Today 24 PRINT

মুক্তিযোদ্ধা দলের কর্মী সম্মেলন সফলের আহ্বান

সংবাদ বিজ্ঞপ্তি |  ১০ মার্চ, ২০১৬

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলার কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে বুধবার (৯ মার্চ) সন্ধ্যায় লামাবাজারস্থ সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের বাস ভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি, সিলেট জেলার আহবায়ক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক’র সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা দল জেলার সদস্য সচিব এডভোকেট শামীম সিদ্দিকীর পরিচালনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক এডভোকেট আনোয়ার হোসেন, সুহাদ রব চৌধুরী, আব্দুর রহিম মল্লিক, আক্তার হোসেন মিন্টু, মো. শাহজাহান, বিশ্বনাথ উপজেলা সভাপতি আব্দুর রাজ্জাক, বিয়ানীবাজার উপজেলার সভাপতি মানিক মিয়া, জকিগঞ্জ উপজেলার সভাপতি চেরাগ আলী, জৈন্তাপুর উপজেলার সভাপতি গোলাম হোসেন, শাহপরান থানার সভাপতি গিয়াস উদ্দিন খান, সাধারণ সম্পাদক শামীম হেলালী, সাংগঠনিক সম্পাদক এস এ সাগর, বিমান বন্দর থানার সভাপতি মো জাহেদ, মুক্তিযোদ্ধা দল সদস্য ইনতিয়ার হোসেন আরাফাত, সেলিম চৌধুরী, ফরিদ উদ্দিন, মো. ইমতিয়াজ, শহিদ আহমদ, কাওসার আহমদ, নোমান উদ্দিন রিপন প্রমুখ।

সভায় বক্তারা আগামী ১২ মার্চ অনুষ্ঠিতব্য সিলেট নগরীর দরগাগেইটস্থ হোটেল হলি সাইডে সম্মেলন সফলের আহ্বান জানান।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম (বীর উত্তম), বাংলাদেশ মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় সংসদের সভাপতি ইশতিয়াক আজিজ ইলফাত, সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম, মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় সংসদের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক আহমদ খানসহ কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ সিলেট এম এ জি ওসমানী বিমান বন্দরে দুপুর ১২টা পৌছবেন বিকাল ৩.৫০ মিনিটে নগরীর দরগাগেইটস্থ হলি সাইড হোটেলে কনফারেন্স রুমে সম্মেলনে যোগদান করবেন। সম্মেলন সফল করতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.