Sylhet Today 24 PRINT

সুরমা খেলাঘর আসর’র অর্ধশতবর্ষ পালনে নিয়মিত সভা

সিলেটটুডে ডেস্ক |  ২৪ এপ্রিল, ২০১৬

সুরমা খেলাঘর আসর সিলেট সংগঠনের অর্ধশতবর্ষপূর্তী পালনের জন্য নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) সকাল ১০ টায় সংগঠনের অস্থায়ী (মেঘনা, বি/৩৫, দাড়িয়া পাড়া, সিলেট) কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সিনিয়র সদস্য ও সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের আহ্বায়ক রবীন্দ্র ভট্টাচার্য’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ধ্রুব গৌতমের সঞ্চালনায় সুরমা খেলাঘর আসরের অর্ধশতবর্ষ পালনে সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদ গঠনে সভ্য এডভোকেট তবারক হোসেইনকে চেয়ারপার্সন, ড. ভীষ্মদেব চৌধুরী ড. সেলু বাসিতকে কো-চেয়ারপার্সন, আ.ফ.ম কামালকে প্রধান সমন্বয়ক, বাবরুল হোসেন বাবুল, জামান মাহবুব, সন্তু চৌধুরীকে সমন্বয়ক, নাসিম হোসেইন, এ.এস.এম সিরাজুল ইসলাম চৌধুরী তরুন, শক্তিব্রত হালদার মানু ও শেখর ভট্টাচার্য কে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়।

বিভিন্ন উপ-পরিষদগুলোর মধ্যে অর্থ উপ-পরিষদের আহ্বায়ক কবি অঞ্জন পাল, সাংগঠনিক উপ-পরিষদের আহ্বায়ক কবি চন্দ্র শেখর দেব, প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের আহ্বায়ক ছড়াকার পরিতোষ বাবলু, সাংস্কৃতিক উপ-পরিষদের আহ্বায়ক সীমা কর, সাজসজ্জা উপ-পরিষদের আহ্বায়ক প্রসেনজিৎ দাস পলাশ., আপ্যায়ন উপ-পরিষদের আহ্বায়ক তরুন রায়, অভ্যর্থনা উপ-পরিষদের আহ্বায়ক উদয়ন দাশ পুরকায়স্থ মিঠু, র‍্যালি উপ-পরিষদের আহ্বায়ক কাজী আলফাজ, দপ্তর উপ-পরিষদের আহ্বায়ক সুজন সরকার, ব্যবস্থাপনা উপ-পরিষদের আহ্বায়ক কনোজ চক্রবর্তী বুলবুল, প্রতিযোগিতা উপ-পরিষদের আহ্বায়ক সন্দ্বীপ দেব, অনুষ্ঠান উপ-পরিষদের আহ্বায়ক কমরেড দীনবন্ধু পাল, বিজ্ঞাপন উপ-পরিষদের আহ্বায়ক অমিত দাশ শিবু আগামী সভায় তাদের উপ-কমিটির সদস্যদের নাম উপস্থাপন করবেন

সভায় সুরমা খেলাঘর আসরের অর্ধশতবর্ষ পালনের বিষয়ে বক্তব্য রাখেন কবি অঞ্জন পাল, কনোজ চক্রবর্তী বুলবুল, কবি চন্দ্র শেখর দেব, পরিতোষ বাবলু, তরুন রায়, অমিত দাশ শিবু, সুজন সরকার প্রমুখ।

অর্ধশতবর্ষ পালনের জন্য সভায় সুরমা খেলাঘর আসরের প্রাক্তন-বর্তমান সকল সভ্যদের অংশগ্রহণের আহবান জানানো হয়। অনুষ্ঠান পালনে স্মারক প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়। সকল সভ্যরা নিজেদের ছবি সম্বলিত সংক্ষিপ্ত বায়োডাটা, ঘটনাবহুল স্মৃতি প্রকাশের জন্য অতিসত্বর রবীন্দ্র ভট্টাচার্য- ০১৭১৪৪৮৫৪১১, কনোজ চক্রবর্তী বুলবুল- ০১৭১১৪৫৭৪৯৬, ধ্রুব গৌতম- ০১৭১১১৪৯৬০৫ এর সাথে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়।

এখন থেকে প্রতি শুক্রবার সকাল দশটায় সংগঠনের নিয়মিত সভা অনুষ্ঠিত হবে। আগামী সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য  সকল সভ্যদের যথাসময়ে সভায় থাকার জন্য আহ্বান জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.