Sylhet Today 24 PRINT

২০ মে মহান ‘চা শ্রমিক দিবসে’ দিনব্যাপী আয়োজন

সিলেটটুডে ডেস্ক |  ১৮ মে, ২০১৬

২০ মে মহান ‘চা শ্রমিক দিবস’এর ৯৫তম বার্ষিকী উপলক্ষ্যে আগামী ২০মে ২০১৬ শুক্রবার বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হবে।

অনুষ্ঠানসূচির মধ্যে বাগানে বাগানে অস্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণ করে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আলোচনা সভায় বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি জহিরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তানজিম উদ্দীন খান, বাসদ(মার্কসবাদী) সিলেট জেলার আহবায়ক কমরেড উজ্জল রায়, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন সিলেট জেলার সভাপতি সুশান্ত সিনহা, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান প্রমুখ।

আলোচনা সভাটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের পরিবর্তে জেলা পরিষদ মিলনায়তনে দুপুর ২ টায় অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির আহবায়ক হৃদেশ মুদি সংগঠনের সকল নেতা-কর্মী, চা শ্রমিকসহ সর্বস্তরের সাধারণ জনসাধারনকে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহন করার আহবান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.