Sylhet Today 24 PRINT

ঈদ উপলক্ষে মারিয়া’র পোশাক প্রদর্শনী

সিলেটটুডে ডেস্ক |  ১২ জুন, ২০১৬

সামনেই ঈদ, শুরু হয়ে গেছে পোশাক কেনার ধুম। এর মধ্যে ফ্যাশন সচেতন নারীরা খুঁজছেন নতুন ও রুচিশীল ডিজাইনের পোশাক। অনেকেই হানা দিচ্ছেন ফ্যাশন হাউস গুলিতে। আবার ফ্যাশন হাউস আর ডিজাইনাররাও প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরছেন তাদের সম্ভার।

ঈদকে সামনে রেখে  ফ্যাশন হাউস ‘আমারিয়া’র উদ্যোগে এবং সিলেট ক্লাবের সহযোগিতায় মারিয়া আহমদের ডিজাইন করা নতুন পোশাকের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে রোববার বিকেলে সিলেট ক্লাবে ।

মারিয়া আহমদে একজন ফ্যাশন ডিজাইনার। নিত্যনতুন পোশাকের ডিজাইন করার প্রতি তার আগ্রহ শৈশব থেকেই। পরে এক সময় তিনি শুরু করেন তার কাছের বন্ধু-বান্ধব বা আত্মীয়স্বজনের পোশাকের নিত্যনতুন ডিজাইন করা।

২০১৪ সালের শুরুর দিকে পেশাদার পোশাক ডিজাইনার হিসেবে কাজ করার সিদ্ধান্ত নেন। এ ইচ্ছা থেকেই ২০১৫ সালের  শুরুতে ‘আমারিয়া’ নামে একটি ফ্যাশন হাউস খোলেন। খুব অল্প সময়ের মধ্যেই তার পোশাকের ডিজাইনের খ্যাতি ছড়িয়ে পড়ে। মারিয়া আহমেদ তার প্রদর্শিত পোশাকগুলোতে রঙের ব্যবহার ও ডিজাইনে যেন বাংলাদেশী নারীর চিরন্তন মনের রঙই ফুটে উঠেছে। এবারের পোশাকগুলোর ডিজাইনে আগামী ঈদের উৎসব মুখরতা খুব সহজেই টের পাওয়া যায়।  

প্রদর্শনীতে ফ্যাশন ডিজাইনার মারিয়ার নেতৃত্বে এবং কোরিওগ্রাফার রনি হোসাইন ও ইমরান জুবায়েরের সহযোগিতায় মডেল হিসেবে ছিলেন আশফাক রানা, ইয়ামিন, সামিয়া, টুম্পা, আনমল বাবু, বিশ্ব, মধুরিমা, সুমি, নাজাত, রাইসা, নিভা, নুসরাত স্নেহা ও জেসমিন ।
প্রদর্শনীতে মহিলা ও পুরুষদের বিভিন্ন ধরনের, বিভিন্ন ডিজাইনের পোশাক প্রদর্শন করা হয়। মহিলাদের পোশাকদের মধ্যে ছিল থ্রি-পিছ, শাড়ি, লেহেঙ্গা প্রভৃতি। অন্যদিকে পুরুষদের পোশাকদের মধ্যে ছিল পাঞ্জাবী, কটি প্রভৃতি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.