Sylhet Today 24 PRINT

তারুণ্য সোসাইটির রোজার খাদ্য সামগ্রী বিতরন

সিলেটটুডে ডেস্ক |  ১৮ জুন, ২০১৬

“উৎসর্গ মানবতার জন্য” এই স্লোগান নিয়ে তারুণ্য সোসাইটি কিছু সংখ্যক অসহায় গরীব মানুষের মধ্যে রোজার খাদ্য সামগ্রী বিতরন করে।

 ১৮ জুন (১২ রমজান) শনিবার বিকালে আরডি হল প্রাঙ্গনে তারুণ্য সোসাইটির একঝাঁক তরুণ-তরুণী এ খাদ্য সামগ্রী বিতরনের আয়োজন করে। তারুণ্য সোসাইটির  প্রধান উপদেষ্টা মিজানুর রহমান মিজান এবং উপদেষ্টা শাহ রাজিব আহমেদ রিঙ্গন সহ অনুষ্ঠানে অতিথিবৃন্দ ছিলেন, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি সৈয়দ তোফায়েল ইসলাম, বাংলা নিউজ টুয়েন্টিফোর এর জেলা প্রতিনিধি জিয়া উদ্দিন দুলাল, দৈনিক আজকের হবিগঞ্জের বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কুহিনূর প্রমুখ ।



তারুণ্য সোসাইটির  উপদেষ্টা শাহ রাজিব আহমেদ রিঙ্গন জানান, মানুষ মানুষের জন্য, মানুষই দাঁড়াবে মানুষের পাশে। আমাদের সমাজে সেই সব মানুষের সংখ্যা কম নয়, যাদের দিন কাটে অনাহারে-অর্ধাহারে, আমরা যখন নানা রকম মুখরোচক খাবারে প্লেইট সাজিয়ে ইফতার করতে বসি, তাদের তখন ইফতার করতে হয় রাস্তাড় পাশে কোন টিউবলের পানি দিয়ে। ঈদের আনন্দ কি তারা জানে না,  ঈদের সকালে তাদের কেউ সেমাই নাস্তা দেয় না। তাই ঈদ-উল ফিতরে আমরা তারুণ্য সোসাইটি উদ্যোগ নিয়েছে এই সব মানুষদের পাশে দাড়ানোর। হয়তো আমাদের সামর্থ্য কম, তাদের জন্য খুব বেশি কিছু করা হয়তো আমাদের পক্ষে সম্ভব হবে না, আমরা শুধু চাই ঈদের দিনটা যেন তাদের অনাহারে কাটাতে না হয়। আমাদের সমাজে অনেক বিত্তবান আছেন সবার সম্মিলিত সাহায্যে আমরা সামর্থ্যহীন গরীব অসহায় মানুষ গুলোর সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাই।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.