Sylhet Today 24 PRINT

সিলেট জেলা শিল্পকলা একাডেমীর অচলাবস্থা নিরসনে মানববন্ধন শুক্রবার

সিলেটটুডে ডেস্ক |  ২৩ জুন, ২০১৬

সিলেট জেলা শিল্পকলা একাডেমীতে চলমান অচলাবস্থা নিরসনের দাবিতে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

চিত্র শিল্পী অরবিন্দ দাস গুপ্ত সহ অন্যান্যদের সসম্মানে তাদের কর্মস্থলে প্রত্যাবর্তনের জন্য শুক্রবার (২৪ জুন) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিকাল সাড়ে ৩ টায় একটি মানববন্ধন এর আয়োজন করা হয়েছে।

শিল্পকলা একাডেমীর চারুকলা বিভাগের বর্তমান ও সাবেক ছাত্রছাত্রীদের ব্যানারে আয়োজিত এ কর্মসূচির স্বপক্ষে বলা হয়েছে, ১৯৮৮ সাল থেকে সিলেট জেলা শিল্পকলা একাডেমী স্থানীয় উদ্যোগে যখন চারুকলা বিভাগ চালু হয় তখন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর অন্য কোনো জেলায় এ বিভাগ ছিল না। এ হিসেবে সিলেট জেলা শিল্পকলা একাডেমীর চারুকলা বিভাগ সারা বাংলাদেশের পথিকৃতের দাবিদার। সূচনাকাল থেকে সিলেট চারুকলা বিভাগের প্রশিক্ষণ কার্যক্রম খুবই সন্তোষজনক। চিত্র শিল্পী অরবিন্দ দাস গুপ্ত ১৯৮৮ থেকে ১৯ জুন ২০১৬ তারিখ পর্যন্ত (২৮ বছর) এই জেলা শিল্পকলা একাডেমীর চারুকলা বিভাগ এর প্রশিক্ষক ছিলেন। আজ ঐ অরবিন্দ স্যার সহ শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী হিমাংশু বিশ্বাস, শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী অনিমেষ বিজয় চৌধুরী, শ্রদ্ধেয় নৃত্য শিল্পী বিপুল শর্মা, চিত্র শিল্পী ইসমাইল গনি হিমন কেন হতাশ হয়ে অব্যাহতিপত্র জমা দিবেন?  

মানববন্ধনে শ্রদ্ধেয় শিক্ষকদের ছাত্র ছাত্রী সহ সাংস্কৃতিক কর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.