Sylhet Today 24 PRINT

সিলেটে মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট : সংবাদ টাইগার্স দলের আত্মপ্রকাশ

সিলেটটুডে ডেস্ক |  ০১ জুলাই, ২০১৬

সিলেটে আসন্ন মাহা-ইমজা মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-এ দল ঘোষণা করেছে দৈনিক ‘সংবাদ’। বৃহস্পতিবার রাতে নগরীর পাঁচ তারকা হোটেল রোজভিউ-এ ‘সংবাদ টাইগার্স’ নামের এ দল ঘোষণা করেন সংবাদ এর বিশেষ প্রতিনিধি ও দলের মূখ্য নির্বাহী কর্মকর্তা আকাশ চৌধুরী।

এসময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন হোটেল রোজভিউ এর ব্যবস্থাপনা পরিচালক মঈন উদ্দিন। অতিথি উপস্থিত ছিলেন একই হোটেলের হেড অব মার্কেটিং এন্ড সেলস্ ডালটন জাহির।

সম্প্রতি সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা), ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, ক্রীড়া লেখক সমিতি, ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন এবং টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন-এ সাতটি সংগঠনের সদস্য সাংবাদিকদের নিয়ে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে ইমজা।

এতে প্রচীনতম দৈনিক ‘সংবাদ’ সিলেটে কর্মরত বিভিন্ন দৈনিকের সাংবাদিকদের নিয়ে ‘সংবাদ টাইগার্স’ নামের দল গঠন করে। মইনুল হক বুলবুলকে অধিনায়ক করে এ দলের খেলোয়াড়দের আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হয়।

এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন ‘সংবাদ টাইগার্স’ এর অধিনায়ক মইনুল হক বুলবুল, সহ অধিনায়ক আব্দুল মুকিত অপি, চিফ কো-অর্ডিনেটর দীপু পুরকায়স্ত দীপু, কো-অর্ডিনেটর আনিস রহমান, প্রমূখ।

‘সংবাদ টাইগার্স’ দলে যারা রয়েছেন, মইনুল হক বুলবুল (অধিনায়ক), আব্দুল মুকিত অপি (সহ অধিনায়ক), আনিস রহমান, ইয়াহিয়া ফজল, নূর আহমদ, কামরুল ইসলাম, ইউনুছ চৌধুরী, মাশকুর রাসেল, তামিম মজিদ, আবু বকর সিদ্দিক, মাহবুবুল হক সাদেক, নওশাদ আহমদ চৌধুরী, আশরাফ জুয়েল। এছাড়া খেলোয়ারদের মধ্যে আরো রয়েছেন এস আলমগীর, শহিদুল ইসলাম, ইদ্রিছ আলী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.