Sylhet Today 24 PRINT

সারী বাঁচাও আন্দোলনের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসুচীর উদ্বোধন

সিলেটটুডে ডেস্ক |  ১১ জুলাই, ২০১৬

সিলেট সিটি কর্পোরেশনের সচিব ও ডেপুটি সেক্রেটারী বদরুল হক বলেছেন, পরিবেশ রক্ষা না হলে আমাদের জীবন রক্ষা হবে না। তিনি বলেন, যেকোন দেশে মোট আয়তনের ২৫ভাগ ভূমিতে বনাঞ্চল থাকার কথা কিন্তু আজ আমাদের দেশে পর্যপ্ত পরিমান বনাঞ্চল নেই। তাই সবাই উদ্যোগ নিয়ে দেশ জাতি ও নিজেকে বাঁচাতে বেশি বেশি করে গাছ লাগান।

শনিবার জৈন্তাপুর উপজেলার চারিকাট ইউনিয়ন পরিষদ মাটে সারী নদী বাচাঁও আন্দোলনের উদ্যোগে মাসব্যপী বৃক্ষ রোপন কর্মসুচীরে উদ্বোধন কালে প্রধান অতিথি‘র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি আব্দুল হাই আল হাদী‘র সভাপতিত্ব ও সিনিয়র সহ-সভাপতি গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি মনজুর আহমদেও পরিচালনায় এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন চারিকাটা ইউপি‘র নব-নির্বাচিত চেয়ারম্যান শাহআলম চৌধুরী তোফায়েল, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি ফয়েজ আহমদ, ইঞ্জিনিয়ার মনির উদ্দিন, মাষ্টার লুৎফুর রহমান, ইউপি সদস্য রাহেল আহমদ, ব্যবসায়ী জয়নাল আবেদীন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.