Sylhet Today 24 PRINT

লুনাকে বিএনপি নেতাদের অভিনন্দন

সিলেটটুডে ডেস্ক |  ০৭ আগস্ট, ২০১৬

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জননেতা এম ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনাকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সিনিয়র সদস্য মনোনীত করায় অভিনন্দন জানিয়েছেন সিলেটের ১৩ উপজেলা ও ৪টি পৌরসভা বিএনপি নেতৃবৃন্দ।

এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দরা বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের সোনালি ফসল এম ইলিয়াস আলীর সুদৃঢ় নেতৃত্বে সিলেট অঞ্চল তথা সারা বাংলাদেশে বিএনপি যখন মজবুত অবস্থান তৈরী করছিল ঠিক তখনই দেশী বিদেশী ষড়যন্ত্রের মাধ্যমে গুম করে রাখা হয় এম ইলিয়াস আলীকে। বিএনপিতে জননেতা এম ইলিয়াস আলীর অবদানের মূল্যায়ন স্বরূপ তাঁর অনুপস্থিতিতে তাঁর সহধর্মীনি সাবেক ছাত্রদল নেত্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার তাহসিনা রুশদীর লুনাকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদে স্থান দেওয়ায়  বেগম খালেদা জিয়া এবং বিএনপির সিনিয়ন ভাইস চেয়ারম্যান জননেতা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন জননেতা এম ইলিয়াস আলী যেভাবে সিলেট অঞ্চলে বৃহৎ সংগঠন বিএনপিকে ঐক্যবদ্ধ করেছিলেন আশা করি তাহসিনা রুশদির লুনা সেই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন। নেতৃবৃন্দ  বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সুস্থতা এবং তাহসিনা রুশদির লুনার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পাশাপাশি কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া সিলেট এর সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং জননেতা এম ইলিয়াস আলীকে অবিলম্বে সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়ার জন্য সরকারে প্রতি দাবি জানান।

বিবৃতিদাতারা হলেন সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি আফরুজ মিয়া চেয়ারম্যান, সাধারণ সম্পাদক আবুল কাশেম, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক শামীম আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সুফিয়ানুল করিম চৌধুরী, সাধারণ সম্পাদক তসলিম আহমেদ নিহার, গোলাপগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি নছিরুল হক শাহিন চেয়ারম্যান, সাধারণ সম্পাদক জিলাল আহমদ চেয়ারম্যান, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মসিকুর রহমান মহি, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি নজমুল হোসেন পুটুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদ, বিয়ানিবাজার পৌর বিএনপির সভাপতি আবু নাছের পিন্টু, সাধারণ সম্পাদক রুমেল আহমদ, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি এনায়েত উল্লাহ চেয়ারম্যান, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি হাজী উসমান গণি, সাধারণ সম্পাদক শাহ আলম স্বপন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ আলী, জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হেলাল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক শফিকুর রহমান, জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক আব্দুস শাকুর, কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ, কানাইঘাট পৌর বিএনপির সভাপতি শরিফুল হক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মোতাহির আলী চেয়ারম্যান, সাধারণ সম্পাদক তাজ মো: ফখর উদ্দিন চেয়ারম্যান, বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা জায়গিরদার, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জননেতা এম ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনাকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সিনিয়র সদস্য মনোনীত করায় অভিনন্দন জানিয়েছেন সিলেটের ১৩ উপজেলা ও ৪টি পৌরসভা বিএনপি নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.