Sylhet Today 24 PRINT

বড়লেখা পৌরসভাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

প্রেস বিজ্ঞপ্তি |  ১০ আগস্ট, ২০১৬

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভাকে বাল্যবিবাহ মুক্ত পৌরসভা ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন আনুষ্ঠানিকভাবে বড়লেখা পৌরসভাকে বাল্যবিবাহ মুক্ত পৌরসভা ঘোষণা করেন।

বড়লেখা পৌরসভার আয়োজনে দুপুরে পৌরসভা হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্যানেল মেয়র মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে ও কাউন্সিলর রাহেন পারভেজ রিপনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুণ কুমার চক্রবর্তী, পৌর কাউন্সিলর আব্দুল মতিন, আব্দুল মালিক ঝুনু, জেহিন সিদ্দিকী, শিক্ষক দিপক নন্দী, বদর উদ্দিন, বদরুল ইসলাম, রঞ্জিত দাস প্রমুখ।

এসময় কাউন্সিলর রেজাউল করিম রেজা, মিজানুর রহমান মঞ্জু, মহিলা কাউন্সিলর আসমা বেগম, রুজিনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.