Sylhet Today 24 PRINT

আফসানা হত্যার বিচারের দাবিতে ছাত্র ইউনিয়নের স্মারকলিপি প্রদান

সিলেটটুডে ডেস্ক |  ২২ আগস্ট, ২০১৬

আফসানা হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার এবং আইনের আওতায় এনে বিচারের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ছাত্র ইউনিয়ন সিলেট জেলা।

সোমবার (২২ আগস্ট) দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্মারকলিপি গ্রহণ করেন সহকারি জেলা প্রশাসক।

এর আগে সকাল ১১ টায় ছাত্র ইউনিয়ন সিলেট জেলার উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক ভবনের সামনে একটি সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশে চলমান বিচারহীনতার সংস্কৃতির কারণেই একের পর এক হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। এর আগে ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদেও সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তুলে ছাত্র ইউনিয়ন। কিন্তু রাষ্ট্রীয় প্রহসনে সেই হত্যাকাণ্ডের কোন বিচার এখন পর্যন্ত হয় নি। সেই আন্দোলন চলাকালীন সময়েই নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন মিতু। এবার এই বিচারহীনতার সংস্কৃতির বলি হলেন শিক্ষার্থী ও ছাত্র ইউনিয়ন কর্মী আফসানা ফেরদৌস।

সমাবেশ থেকে আফসানা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয়।

একই সাথে জিন্দাবাজারে এলিগ্যান্ট মার্কেটে ব্যবসায়ী হত্যার নিন্দা জানিয়ে এর সাথে জড়িতদের শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.