Sylhet Today 24 PRINT

সিলেটে এবার স্কুল পর্যায়ে শুরু হচ্ছে বইপড়া উৎসব

সিলেটটুডে ডেস্ক |  ২৬ আগস্ট, ২০১৬

সিলেটে টানা একদশক ধরে চলে আসা বইপড়া উৎসব এবার স্কুল পর্যায়ে শুরু হচ্ছে। এরই ধারাবাহিকতায় সপ্তম শ্রেণি থেকে নবম শ্রেণিতে অধ্যয়নরত স্কুলের শিক্ষার্থীরা এ উৎসবে অংশ নিতে পারবে। স্কুল পর্যায়ে বইপড়া উৎসবের রেজিস্ট্রেশন কার্যক্রম আজ ২৬ আগস্ট (শুক্রবার) থেকে শুরু হয়েছে। বিকেলে যুগান্তর সিলেট ব্যুরো অফিসে আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম শুরু করেন বইপড়া উৎসবের প্রধান উদ্যোক্তা স্বজন সমাবেশ সিলেটের বিভাগীয় সমন্বয়কারী প্রভাষক প্রণবকান্তি দেব।
 
এসময় উপস্থিত ছিলেন জেলা স্বজনের সভাপতি মবরুর আহমদ সাজু, সহ সভাপতি প্রভাষক সুমন রায়, এমসি কলেজ স্বজনের সাধারণ সম্পাদক মো. সোহান মিয়া, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের স্বজন এএফএম শাহরিয়ার আজিজ।

আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত এ রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে। পরবর্তীতে রেজিষ্ট্রেশনকৃত শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে বই তুলে দেয়া হবে। স্কুল পর্যায়ে বইপড়া উৎসবে অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের জিন্দাবাজার নেহার মার্কেটস্থ যুগান্তর সিলেট ব্যুরো কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া এ সংক্রান্ত তথ্যের জন্য ০১৬১২৬৪২৩৪৮ নাম্বারে যোগাযোগ করা যাবে।
 
উল্লেখ্য, ‘জ্ঞানের আলোয় অবাক সূর্যোদয়!/ এসো পাঠ করি/ বিকৃতির তমসা থেকে/ আবিষ্কার করি স্বাধীনতার ইতিহাস’ স্লোগানকে সামনে রেখে যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে গত একদশক যাবত এ বইপড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.