Sylhet Today 24 PRINT

আসাম বিশ্ববিদ্যালয়ে প্রণবকান্তি দেবের গবেষণাপত্র উপস্থাপন

সিলেটটুডে ডেস্ক |  ০৮ সেপ্টেম্বর, ২০১৬

ভারতের প্রাচীনতম বিদ্যাপীঠ আসাম বিশ্ববিদ্যালয়ে এক আন্তর্জাতিক কনফারেন্সে গবেষণাপত্র উপস্থাপন করেছেন সিলেট ইন্টারন্যশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রণবকান্তি দেব।

আজ ৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ আয়োজিত এ কনফারেন্সে প্রণবকান্তি দেব তার গবেষণাপত্র উপস্থাপন করেন। তার গবেষণাপত্রের শিরোনাম ছিলো ‘এথনিক ক্ল্যাশেস এন্ড এক্সিজেনসিস অব আইডেন্টিটি ইন দ্যা পয়েন্ট অব রিটার্ন’।

গবেষণাপত্রে প্রণবকান্তি দেব প্রখ্যাত উপন্যাসিক সিদ্ধার্থ দেব এর ‘দ্যা পয়েন্ট অব রিটার্ন’ উপন্যাস অবলম্বনে দেশভাগের ফলে উত্তর পূর্ব ভারতের আসাম প্রদেশে পাড়ি দেয়া বাংলাদেশীদের জীবন, সংগ্রাম, বঞ্চনা এবং নিজেদের পরিচয় সংকটের নানাদিক তুলে ধরেন। পরে তিনি উপস্থিত দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে সভাপত্বি করেন ড. আব্দুল রাজ্জাক টি।

উল্লেখ্য, এর আগে প্রণবকান্তি দেব চেন্নাই, কাঠমুন্ডুসহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষা ও সাহিত্যের উপর আয়োজিত জাতীয় এবং আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.