Sylhet Today 24 PRINT

কেন্দ্রীয় সমবায় ব্যাংকের পরিচালক হলেন নুনু মিয়া

সিলেটটুডে ডেস্ক |  ১৯ সেপ্টেম্বর, ২০১৬

বাংলাদেশ আওয়ামীলীগ সিলেট জেলা শাখার উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য এস এম নুনু মিয়া সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের এর পরিচালক পদে মনোনীত হয়েছেন।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম নিবন্ধক (ভারপ্রাপ্ত) তোফায়েল আহমদ স্বাক্ষরিত এক পত্রে এই মনোনয়নের তথ্য জানানো হয়। এস এম নুনু মিয়া সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছ থেকে নিয়োগপত্র বুঝে নেন।

এই পত্রের অনুলিপি সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের এর ভারপ্রাপ্ত কর্মকর্তা সভাপতি, উপজেলা সমবায় কর্মকর্তা, জেলা সমবায় কর্মকর্তা ও সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক বরাবরে প্রেরণ করা হয়েছে।

পত্রে উল্লেখ করা হয়, সমবায় সমিতি আইন ২০০১ এর সংশোধিত ২০০২-২০১৩ এর ১৮/২(খ) ধারা মতে সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের ১৮-১২-২০১৪ তারিখের নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির ৪টি সদস্য পদে সরকারি প্রতিনিধি হিসেবে এই নিয়োগ প্রদান করা হয়। এ দপ্তরের আদেশ নং- ৮৮ তারিখ ২৮-০১-২০১৫ ইংরেজী তারিখের আংশিক সংশোধনক্রমে এই মনোনয়ন প্রদান করা হয়েছে।

কেন্দ্রীয় সমবায় ব্যাংকের পরিচালক নির্বাচিত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এস এম নুনু মিয়া। তাকে সমবায় ব্যাংকের পরিচালক নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিলেটের কৃতি সন্তান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে প্রাণঢালা অভিনন্দন জানান।

তিনি বলেন, মানুষের ভাগ্যোন্নয়ন ও কল্যাণের জন্য রাজনীতি করছেন। বর্তমানে তাকে যে দায়িত্ব প্রদান করা হয়েছে তা যথাযথভাবে পালনের মাধ্যমে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবো। তিনি মানুষের কল্যাণে আন্তরিকভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.