Sylhet Today 24 PRINT

অবকাঠামোগত উন্নয়ন ছাড়া উন্নয়নের মহাসড়কের সংযুক্ত হওয়া ঝুঁকিপূর্ণ : ড. মোমেন

সিলেটটুডে ডেস্ক |  ২২ সেপ্টেম্বর, ২০১৬

জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ. কে আব্দুল মোমেন বলেছেন, অবকাঠামোগত উন্নয়ন ছাড়া উন্নয়নের মহাসড়কের সংযুক্ত হওয়া ঝুঁকিপূর্ণ। তাই সবার আগে দৃশ্যমান ও অদৃশ্যমান অবকাঠামোগত উন্নয়ন অগ্রগতিতে এগিয়ে যেতে হবে। এক সময় সিলেট শিল্পোন্নত অঞ্চল হিসেবে সুখ্যাতি ছিল। এখন সেদিনকার সেই অবস্থা আর নেই। এই দুরবস্থা থেকে আমাদের সকলকে বেরিয়ে আসতে হবে। এখন সময় এসেছে ব্যাংকিং সেক্টরে সেবার মান আরো বাড়ানোর। গ্রাহকদেরকে কোন প্রকার ঝামেলা ছাড়াই সেবা প্রদান করা প্রয়োজন। বিডিবিএল ২০১০ সালে ১৮৫ কোটি টাকা মূলধন দিয়ে যাত্রা শুরু করেছিল। বর্তমানে ব্যাংকটিতে ২ হাজার কোটি টাকার তহবিল রয়েছে। যা আমাদের জন্য আশা ব্যঞ্জক। এ সাফল্য ও অর্জনকে ধরে রাখা আমাদের দায়িত্ব।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড এর সিলেট বিভাগীয় গ্রাহক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময়ে তিনি আরো বলেন, মানুষের আশা প্রত্যাশা দিন দিন বাড়ছে। সেই মানুষদের আশা- প্রত্যাশা পূরণ করার জন্য সুপরিকল্পনা গ্রহণ করতে হবে। তিনি তাঁর বক্তব্যে ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেন আকারে উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে বলেন, সিলেটে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড এর জোনাল অফিস ও আর ৪টি শাখা স্থাপনের গ্রাহকদের দাবির প্রতি সমর্থন জানান।

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড সিলেট বিভাগীয় গ্রাহক সমাবেশে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মনজুর আহমদের সভাপতিত্বে ও সিনিয়র অফিসার আশরাফ উল আলমের পরিচালনায়  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড পরিচালক সৈয়দ এপতার হোসেন পিয়ার, সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল আহাদ, সিলেট কমার্স কলেজে এর অধ্যক্ষ মোস্তাক আহমদ দীন।

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড এর গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন- মতছির আলী, আব্দুল কুদ্দুস ও মুজিবুর রহমান। উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মনজুর আহমদ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন- আল আমিন। পরে সম্মানিত অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করা হয় এবং ক্রেস্ট প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.