Sylhet Today 24 PRINT

সিসিক কর্মচারি সংসদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ২৪ সেপ্টেম্বর, ২০১৬

নির্বাচন কমিশন আয়োজিত সিলেট সিটি কর্পোরেশন কর্মচারী সংসদের নবনির্বাচিত পরিষদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নগর ভবন অস্থায়ী কার্যালয়ে নির্বাচন কমিশনার হারান কান্তি সেন এর সভাপতিত্বে ও সহ নির্বাচন কমিশনার মো. তারা মিয়া’র পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের সচিব বদরুল হক, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, সংরক্ষিত আসনের সদস্য শাহানারা বেগম।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব তাঁর বক্তব্যে বলেন, দক্ষ জনবল ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়, তাই সিটি কর্পোরেশনের কর্মচারীদের দক্ষ হতে হবে। তিনি কর্মচারী সংসদের প্রত্যেককে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে ওঠে প্রতিষ্ঠানের স্বার্থে কাজ করার আহবান জানান। তিনি সিসিক কর্মচারী সংসদের কল্যাণ তহবিলে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আলী আকবর, হিসাব রক্ষক কর্মকর্তা আ.ন.ম মনসুফ, প্রশাসনিক কর্মকর্তা মো. হানিফুর রহমান, বিদায়ী সভাপতি আপ্তাব আলী, ট্যাক্সেশন আফিসার মো. আব্দুল আজিজ, এসেসর চন্দন দাস, লাইসেন্স অফিসার মো. হেলাল উদ্দিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিসিক কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক আক্তার সিদ্দিকী বাবলু। শুভেচ্ছা বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি আব্দুল বাছিত। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রশাসন শাখার মো. কয়ছর রহমান। গীতা পাঠ করেন আদায়কারী জ্যোতিষ চক্রবর্তী।

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি নবনির্বাচিত পরিষদকে শপথ বাক্য পাঠ করান। শপথ বাক্য পাঠ করেন কর্মচারী সংসদের নবনির্বাচিত পরিষদের সভাপতি মো. আব্দুল বাছিত, সহ-সভাপতি মোহাম্মদ মুহিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. আক্তার সিদ্দিকী বাবলু, সহ-সাধারণ সম্পাদক কবির উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. মাসুক মিয়া, কোষাধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. তাজুল ইসলাম, প্রচার সম্পাদক সামিউল ইসলাম, ক্রীড়া সম্পাদক বিপ্লব কুমার দাশ, দপ্তর সম্পাদক গৌতম রায়, সদস্য মোস্তাক আহমদ। অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুল দিয়ে পরিচিত হন পরিষদের নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.