Sylhet Today 24 PRINT

মামুন হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

সিলেটটুডে ডেস্ক |  ০১ অক্টোবর, ২০১৬

করিম বক্স মামুনের নৃশংস হত্যাকারীদের গ্রেপ্তার ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাহন সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে ও আমরা বৃহত্তর জল্লারপারবাসীর উদ্যোগে শুক্রবার রাত সাড়ে ৮টায় নগরীর জল্লারপার বক্স হাউজে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 
আমরা বৃহত্তর জল্লারপারবাসীর আহ্বায়ক আলহাজ্ব বাবর বক্স এর সভাপতিত্বে ও সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এহসানুল হক তাহেরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, আলা বক্স রুকন, হুমায়ূন বকস মিতু, জামান আহমদ, মো. এমদাদ খান এমাদ, অপু বকস, তোফায়েল খান, শাকিল বকস, শিফুল খান, জাহাঙ্গীর বকস, রাজীব খান।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, রাজ্জাক খান, মো. আনোয়ার হোসেন বকস, আফজল বকস, মলয় দত্ত, রতি, তারন মিয়া, মো. সেলিম খান, মো. রুহুল আমিন, মো. মাহমুদ হোসেন শরিফ, মো. কয়েছ খান, নাঈম বকস, মামুন মিয়া, তানভীর বকস, শায়েফ বকস, আব্দুল হান্নান, মো. আব্দুল মান্নান, আবু মুসা, আনহার আহমদ, আব্দুল্লাহ, আজাদ খান, মুছা, হেলাল খান, টিপু সুলতান, মো. সোয়া মিয়া, মো. ইউসুফ, মো. ছামি খান, ইমরান খান, সালেক, সেলিম, তোফায়েল আহমদ খান, রাজীব খান, শফিউল আলম সুমন, মোহাইমিন খান, মো. সুবায়েব আহমদ প্রমুখ।
 
বক্তারা করিম বকস মামুনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বলেন, আমরা জল্লারপারবাসীর হত্যাকারীদের শাস্তি দেখতে চাই। এভাবে আর কত মায়ের বুক খালি হবে। বক্তারা মামুন বকস এর নামে আমরা জল্লারপারবাসীর উদ্যোগে মামুন বকস স্মৃতি সংসদ পরিষদ গঠন করা হবে বলে উল্লেখ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.