Sylhet Today 24 PRINT

খাদিজার উপর হামলার প্রতিবাদে সিলেটে ছাত্র ফ্রন্টের মানববন্ধন ও সমাবেশ

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৪ অক্টোবর, ২০১৬

এমসি কলেজ ক্যাম্পাসে সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজার উপর হামলাকারী সন্ত্রাসীর গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখা।

মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার সভাপতি পাপ্পু চন্দের সভাপতিত্বে ও সহ সভাপতি আজহারুল হক চৌধুরী সাকিবের পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাসদের সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর, বাসদ নেতা প্রনব জ্যোতি পাল, মহানগর সাংগঠনিক সম্পাদক বদরুল আমিন, শাহ খুররম শাখার আহবায়ক এনামুল হক সানি, সুমন মিয়া, সঞ্জয় শর্মা, আশিক মোস্তফা, সাজ্জাদ হোসাইন প্রমূখ।

বক্তারা বলেন, দেশে একের পর এক নারী-শিশু নির্যাতন এর ঘটনা ঘটছে। নির্যাতনকারীদেরকে যথাযথ আইনের আওতায় আনা হচ্ছে না। দীর্ঘ দিন থেকে বিচারহীনতার যে সংস্কৃতি গড়ে উঠছে, তারই ধারাবাহিকতায় এমসি কলেজে সন্ত্রাসী বদরুল কর্তৃক খাদিজার উপর এই বর্বরোচিত হামলা।

বক্তারা অবিলম্বে খাদিজার সু-চিকিৎসা ও সন্ত্রাসী বদরুলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.