Sylhet Today 24 PRINT

কাউন্সিলর সালেহ আহমদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি

সিলেটটুডে ডেস্ক |  ০৬ অক্টোবর, ২০১৬

সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র (দ্বিতীয়) ও ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সালেহ আহমদ’র বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. তারেক উদ্দিন তাজ।

বুধবার (৫ অক্টোবর) রাতে তিনি সাধারণ ডায়েরিটি (নম্বর ৩৭৪) করেন। এতে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তারেক উদ্দিন তাজ উল্লে­খ করেছেন- ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়রের বিরুদ্ধে ঘাসিটুলা জামে মসজিদের জমি দখলের ঘটনায় এলাকার মুসল্লিগণ ও যুব সমাজ প্রতিবাদ জানিয়ে আসছেন। এটি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়েছে।

মো. তারেক উদ্দিন তাজ দাবি করেন-  ‘‘আমি মসজিদের জায়াগা দখলকারিকে অন্তর থেকে ঘৃণা করি। কিন্তু আমি জামে মসজিদ কমিটির কোন সদস্য নই। ঘাসিটুলা বড় জামে মসজিদের জায়গা ভূমিখেকোদের হাত থেকে রক্ষার্থে যেসব প্রতিবাদ হয়েছে, সেগুলোর কোনটির সাথে আমার সংশ্লিষ্টতা নেই।’’

তিনি আরও উল্লে­খ করেছেন - ‘‘কিন্তু বুধবার বিকাল ৫ টার দিকে কাউন্সিলর সালেহ আহমদ আমার ও আমার ছোট ভাই ইফতে কামরুল হাসান (তায়েফ) এর বিরুদ্ধে একটি মিছিল সমাবেশ করে। সমাবেশে সালেহ আহমদ ও সহযোগিরা প্রকাশ্যে আমার ও আমার ভাইয়ের বিরুদ্ধে বিষোদগার করেছে। প্রকাশ্যেই আমাদের গুম, খুন করার হুমকি দেওয়া হয় সমাবেশে।’’

তাজ বলেছেন- এলাকাবাসী ইতিমধ্যেই বুঝে ফেলেছেন জনপ্রতিনিধি ও জনদরদী ভাব-মূর্তির আড়ালে সালেহ আহমদ একজন ভূমিদস্যু।

বুধবার বিকালে প্রকাশ্যে স্লোগান দিয়ে নিজের সম্মানহানি হয়েছে সাধারণ ডায়েরিতে উল্লেখ করেছেন সাবেক কাউন্সিলর পদপ্রার্থী তারেক উদ্দিন তাজ। হত্যা ও গুমের হুমকি নিয়েও তিনি নিরাপত্তাহীতায় ভুগছেন।

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন তিনি।
 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.