Sylhet Today 24 PRINT

খাদিজার উপর হামলার প্রতিবাদে কাজির বাজার মাদ্রাসার উদ্যোগে মিছিল-সমাবেশ

সিলেটটুডে ডেস্ক |  ০৮ অক্টোবর, ২০১৬

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর, জামেয়া মাদানিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান বলেছেন, কলেজ ছাত্রী খাদিজার উপর নির্মম হামলা পাশবিকতাকেও হার মানিয়েছে। নিরীহ কলেজ ছাত্রীর উপর এ ধরনের ন্যাক্কারজনক আক্রমণ কোন মানুষই মেনে নিতে পারে না। এ হামলা আমাদের সমাজ সভ্যতা ও নৈতিকার উপর হামলা। তা আমাদের জাতিসত্তায় কালিমা লেপণ করেছে।

তিনি বলেন- যতো দ্রুত সম্ভব হামলাকারী বদরুলকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে জাতিকে দায়মুক্ত করতে হবে। এসব নারী নির্যাতনকারী লম্পটদের সামাজিক ভাবেও প্রতিহত করতে হবে। নারীর জন্য মায়াকান্না নয়, মা-বোনদের রক্ষায় দরদ নিয়ে সকল সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ হতে হবে।

কলেজ ছাত্রী খাদিজার উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে জামেয়া মাদানিয়া কাজিরবাজার এর উদ্যোগে শনিবার বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

জামেয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা সামিউর রহমান মুসার পরিচালনায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশে বক্তব্য রাখেন জামেয়ার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, মাওলানা এমরান আলম, মাওলানা মুশফিকুর রহমান মামুন, সাবেক জি.এস মাওলানা ফাহাদ আমান, মাওলানা হারুন রশিদ, মাওলান আমীন আহমদ রাজু, জামেয়ার জি.এস রাজু আমীন, এ.জি.এস হাফিজ মিজানুর রহমান, অর্থ সম্পাদক মোঃ নূর আহমদ প্রমুখ।

বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জামেয়ায় গিয়ে শেষ হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.