Sylhet Today 24 PRINT

শুক্রবার সিলেটে নাট্য পরিষদের সৈয়দ শামসুল হক স্মরণ অনুষ্ঠান

নাটক ‘ঈর্ষা’ মঞ্চায়ন করবে প্রাঙ্গণে মোর নাট্যদল

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৬ নভেম্বর, ২০১৬

দেশের প্রধান কবি, একুশে পদকপ্রাপ্ত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক স্মরণে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট ‘পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের/কখনোই ভয় করিনিকো আমি উদ্ধত কোন খড়গের’ শিরোনামে সৈয়দ শামসুল হক স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে।

শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬.১৫ মিনিটে কবি নজরুল অডিটোরিয়ামে কবির প্রতি শ্রদ্ধা, তথ্যচিত্র প্রদর্শনী ও ঢাকার স্বনামধন্য নাট্যদল প্রাঙ্গনেমোর এর পরিবেশনায় সৈয়দ শামসুল হক রচিত ‘ঈর্ষা’ নাটকটি মঞ্চস্থ হবে। নাটকটি নির্দেশনা দিয়েছেন বিশিষ্ট নাট্যাভিনেতা ও নির্দেশক অনন্ত হীরা। ‘মহর ঝরা সোনার কলমওয়ালা একজন’ সৈয়দ শামসুল হকের উপর নির্মিত একমাত্র তথ্যচিত্রটি ব্যপ্তিকাল ১২ মিনিট।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত এক বিবৃতিতে সিলেটের সকল নাট্য ও সংস্কৃতিকর্মীসহ নাট্যমোদী দর্শকবৃন্দকে অনুষ্ঠান দেখার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন। অনুষ্ঠানের প্রবেশপত্র বিকাল ৪টা থেকে হল কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.