Sylhet Today 24 PRINT

সিলেটে ৫ দিনব্যাপী মূকাভিনয় কর্মশালা শুরু ২২ নভেম্বর

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৭ নভেম্বর, ২০১৬

প্যাণ্টোমাইম সিলেট এর আয়োজনে বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের সহযোগিতায় সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ দিনব্যাপী মূকাভিনয় কর্মশালা।

সিলেট ক্বীন ব্রীজ সংলগ্ন সারদা হলে সম্মিলিত নাট্যপরিষদ সিলেট এর মহড়াকক্ষে আগামী ২২ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০.৩০ থেকে বিকাল ৫.০০ টা পর্যন্ত চলবে এ কর্মশালা।

কর্মশালায় প্রশিক্ষক হিসাবে থাকবেন ভারতের ন্যাশনাল মাইম ইনস্টিটিউটের ছাত্র শহীদুল বশর মুরাদ। অভিনয়, আবৃত্তি, উপস্থাপনা ও নৃত্যকলায় আগ্রহী যে কেউ এই কর্মশালায় অংশগ্রহণ করতে পারবেন। কর্মশালায় নাম নিবন্ধনের জন্য নিজের নাম, বয়স ও পেশা লিখে ক্ষুদে বার্তা পাঠাতে হবে ০১৭৩১-৫৩২৮৬৯ অথবা ০১৮১৩-৭৮৭৭৪৮ নাম্বারে। নিবন্ধন ফি ৩৫০ টাকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.