Sylhet Today 24 PRINT

‘হাওর উন্নয়ন মন্ত্রণালয়ের দাবি বাস্তবসম্মত’

সিলেটটুডে ডেস্ক |  ১৯ নভেম্বর, ২০১৬

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, ভাটি বাংলার উন্নয়নে হাওর উন্নয়ন মন্ত্রণালয় অত্যন্ত ন্যায়সঙ্গত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাওর অঞ্চলের মানুষকে অত্যন্ত ভালোবাসতেন। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা হাওরবাসীকে অত্যন্ত ভালোবাসেন। আগামী দিনেও হাওরবাসীর উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রচেষ্টা অব্যাহত থাকবে।

শনিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সিলেটের কোর্ট পয়েন্টে হাওর উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রধানমন্ত্রী সিলেটে আগমন উপলক্ষে বিশাল আনন্দ শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এসময় তিনি আলীয়া মাদ্রাসার জনসভা সফল করতে দল মত নির্বিশেষ সকলকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানান।

হাওর উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সভাপতি মনোরঞ্জন তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এনামূল হক লিলুর পরিচালনায় স্বাগত বক্তব্য পরিষদের সাধারণ সম্পাদক খালেদ মিয়া, বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট বিভাগের গভর্নর ড. আর কে ধর, সিলেটের অতিরিক্ত পিপি এডভোকেট শামসুল ইসলাম, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ওলিউর রহমান চৌধুরী বকুল, দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, সাংবাদিক আল আজাদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সোবহান।

বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা মাসুদ কামাল সুফী, সহকারী অধ্যাপক ইসলাম উদ্দিন, মানবাধিকার নেতা আসাদুজ্জামান, যাদু শিল্পী মোঃ বেলাল উদ্দিন, শফিকুর রহমান শফিক, ইউসুফ সেলু, জাহাঙ্গীর আলম, সাংবাদিক আলী মোস্তফা সরকার, আলী হোসেন আলীম, তাপস কর্মকার, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, অধ্যাপক নুর উদ্দিন খান প্রদীপ, রাজিবুল ইসলাম তালুকদার, মোঃ কয়ছর আহমদ, রূপক রায়, সোনাফর, মেহেদী হাসান রাজ্জাক, আওলাদুর রহমান, মহিউদ্দিন, তজম্মুল হক, আফিকুর রহমান আফিক প্রমুখ। সভায় বক্তারা প্রধানমন্ত্রীর নিকট হাওর বাসীর উন্নয়নে হাওর উন্নয়ন মন্ত্রণালয় গঠনের জোর দাবী জানান।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্রের তালে তালে বিপুল সংখ্যক হাওরবাসীর উপস্থিতিতে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় আনন্দ শোভাযাত্রা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.