Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে জেন্ডার সংবেদনশীলতা ও যৌন হয়রানী প্রতিরোধে সভা অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ২১ নভেম্বর, ২০১৬

সিলেটের ওসমানীনগরে ‘স্কুল পর্যায়ে জেন্ডার সংবেদনশীলতা এবং যৌন হয়রানী প্রতিরোধে করণীয় শীর্ষক সভা’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ নভেম্বর) সকালে ওসমানীনগর থানা ভবনে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষকদের নিয়ে সভাটির আয়োজন করে জৈন্তিয়া ছিন্নমূল সংস্থা (জেছিস)। ইউপি চেয়ারম্যান ময়নুল আজাদ ফারুকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শওকত আলী।

সভায় বক্তব্য রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল চৌধুরী, মহিলা আইনজীবী অ্যাডভোকেট জাকিয়া জালাল, পিএইচ আর প্রোগ্রামের প্রজেক্ট অফিসার ফারুক আহমদ, হারুন অর রশিদ, রিজিওনাল প্রকল্প ব্যবস্থাপক মোঃ জিয়াউর রহমান, শিক্ষক বিজয় কৃষ্ণ দাস, সুপার মাওলানা আমিরুল ইসলাম প্রমুখ।

জেছিস দীর্ঘ দিন থেকে প্রটেক্টিং হিউম্যান রাইটস (পিএইচআর) প্রজেক্টের আওতায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে জেন্ডার বৈষম্য দূরীকরণ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সংক্রান্ত কাজ করে আসছে। সভায় তাদের বিভিন্ন কার্যক্রম এবং সফলতার দিকে তুলে ধরে সংস্থাটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.