Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে বাল্য বিবাহ ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে সভা

সিলেটটুডে ডেস্ক |  ২৪ নভেম্বর, ২০১৬

সিলেটের ওসমানীনগরে বাল্য বিবাহ ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে ইমামদের ভূমিকা শীর্ষক এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় জৈন্তা ছিন্নমূল সংস্থার উদ্যোগে উপজেলার গোয়ালাবাজারে একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী, জেছিস এর নির্বাহী পরিচালক টি এম বদরুল ইসলাম, প্লান বাংলাদেশ পিএইচ আর প্রকল্পের আঞ্চলিক প্রকল্প ব্যবস্থাপক জিয়াউর রহমান।

ওসমানীনগর উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আবুল বাশারের সভাপতিত্বে ও পিএইচ আর প্রোগ্রামের প্রজেক্ট অফিসার হারুন অর রশীদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মুতাসিম বিল্লাহ জালালী, উপজেলা কাজী সমিতির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, জায়ফরপুর মসজিদের ইমাম মাওলানা আব্দুল মতিন গজনবী। সভায় ওসমানীনগর উপজেলার বিভিন্ন মসজিদের প্রায় দুইশত ইমাম অংশ গ্রহণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.