Sylhet Today 24 PRINT

‘রোহিঙ্গাদের উপর নির্যাতন ইতিহাসের সকল বর্বরতাকে হার মানিয়েছে’

সিলেটটুডে ডেস্ক |  ২৫ নভেম্বর, ২০১৬

মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর অমানবিক জুলুম নির্যাতন এবং উচ্ছেদ অভিযানের প্রতিবাদে শাহপরান থানার সর্বস্তরের তাওহিদী জনতার উদ্যোগে শুক্রবার (২৫ নভেম্বর) বাদ জুমআ স্থানীয় শাহপরান গেইটে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

তৌহিদী জনতার মিছিল ও সমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক ও জিন্নুরাইন মাদরাসার প্রিন্সিপাল মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মাওলানা হিফজুর রাহমান ও মাওলানা খালিদ মোহাম্মদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দরগাহ হযরত শাহজালাল মাদরাসার শায়খুল হাদিস হযরত মাওলানা মুহিবুল হক।

সমাবেশে বক্তারা বলেন, শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অং সান সুচির নেতৃত্বাধীন মিয়ানমার সরকারের সেনাবাহিনী এবং বৌদ্ধ সন্ত্রাসীরা নিরীহ রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর উপর যে নির্মূল অভিযান এবং পৈশাচিকতা চালাচ্ছে তা ইতিহাসের সকল বর্বরতাকে হার মানিয়েছে। বক্তারা রোহিঙ্গাদের উপর জাতিগত নির্মূল অভিযান বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য জাতিসংঘের প্রতি আহবান জানান এবং বাংলাদেশ সরকারের প্রতি জোর কূটনৈতিক তৎপরতার মাধ্যমে রোহিঙ্গা মুসলমানদের পাশে দাঁড়ানো এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক কারণে সীমান্ত খোলে দেয়ার আহবান জানান।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাফিজ মাওলানা আব্দুর রহমান, হাফিজ মাওলানা তজ্জমুল আমীন, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা মুফতি জাকারিয়া, খাদিমপাড়া ইউপির ৪নং ওয়ার্ড সদস্য আলহাজ আনোয়ার হোসেন আনু, মাওলানা ওলীউর রহমান, মাওলানা মোস্তফা কামাল, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আব্দুল আহাদ নুমানী, মাওলানা ফয়সল আহমদ, হাফিজ মাওলানা মিসবাহুল আম্বিয়া, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সিলেট জেলা সাধারণ সম্পাদক জবরুল ইসলাম, মাওলানা জাহেদুল ইসলাম, হাতিম আলী গাজী, হাফিজ মাওলানা আব্দুল আহাদ, মাওলানা আখতারুল ইসলাম, মাওলানা জসিম উদ্দিন প্রমুখ।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.