Sylhet Today 24 PRINT

ফিদেল কাস্ত্রো স্মরণে সিলেটে শোকসভা ও র‍্যালি অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ১০ ডিসেম্বর, ২০১৬

সমাজতান্ত্রিক কিউবার সাবেক প্রেসিডেন্ট কমরেড ফিদেল কাস্ত্রো’র স্মরণে সিলেটে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

'কমরেড ফিদেল কাস্ত্রো শোক সভা কমিটি, সিলেট' এর উদ্যোগে শনিবার (১০ ডিসেম্বর) বিকাল ৪টায় রেজি. মাঠ হতে শোক র‌্যালি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শোক সভায় মিলিত হয়।

শোক সভার শুরুতে কমরেড ফিদেল কাস্ত্রো এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উদীচী সিলেট জেলার শিল্পীরা 'কমিউনিস্ট ইন্টারন্যাশনাল' পরিবেশন করেন। শোকসভায় সভাপতিত্ব করেন শোক সভা কমিটির আহ্বায়ক ব্যারিস্টার মো. আরশ আলী এবং পরিচালনা করেন সদস্য সচিব এড. হুমায়ূন রশিদ সোয়েব।

বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ এড. বেদানন্দ ভট্টাচার্য, এড. মুজিবুর রহমান চৌধুরী, সিপিবি সিলেট জেলার সভাপতি হাবিবুল ইসলাম খোকা, ন্যাপ সিলেট মহানগরের আহ্বায়ক ইছহাক আলী, বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফর, ওয়ার্কার্স পার্টি সিলেট জেলার সাধারণ সম্পাদক সিকান্দার আলী, গণতন্ত্রী পার্টি সিলেট জেলার সহ সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, সাম্যবাদী দলের সিলেট জেলার নেতা অধ্যক্ষ ব্রজ গোপাল চৌধুরী, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সদস্য সুশান্ত সিনহা সুমন, জাতীয় মুক্তি কাউন্সিল সিলেট জেলার সংগঠক মিনহাজ আহমদ প্রমুখ।

উপস্থিত ছিলেন জাসদ নেতা মনির উদ্দিন মাস্টার, ওয়ার্কার্স পার্টি সিলেট জেলার সভাপতি কমরেড আবুল হোসেন, সুজন সিলেট জেলার সভাপতি ফারুক মোহাম্মদ চৌধুরী, বিশিষ্ট বামপন্থি নেতা নেছার আহমদ কাওছার, সিপিবি সিলেট জেলার সাধারণ সম্পাদক এড. আনোয়ার হোসেন সুমন, বাসদ সিলেট জেলার সদস্য প্রণব জ্যোতি পাল প্রমুখ।

শোক সভায় আলোচকবৃন্দ বলেন, সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলনের এই মহান নেতা শুধুমাত্র কিউবার নিপীড়িত মানুষের মুক্তি সংগ্রামেই নেতৃত্ব প্রদান করেন নি। তিনি সকল দেশের সকল শ্রমজীবী মানুষের মুক্তির সংগ্রামে প্রেরণার উৎস হয়ে থাকবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.