Sylhet Today 24 PRINT

সিলেট ১ম বিভাগ ক্রিকেট লীগের স্পন্সর ডিক্লিয়ারেশন অনুষ্ঠান সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জানুয়ারী, ২০১৭

সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠেয় সিলেটের সবচেয়ে জাকজমক ও দর্শকসমাগমপূর্ণ ক্রীড়া ইভেন্ট ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০১৬-২০১৭ এর স্পন্সর ডিক্লিয়ারেশন অনুষ্ঠান হয়েছে।

বুধবার (৪ জানুয়ারী) বেলা ৫.০০ ঘটিকায় জেলা ক্রীড়া ভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১ম বিভাগ ক্রিকেট লীগ কমিটির সভাপতি আব্দুর রকিব এর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য বিজিত চৌধুরী এবং স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম।

অনুষ্ঠানে মুল্যবান বক্তব্য রাখেন ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০১৬-২০১৭ এর স্পন্সর প্রতিষ্ঠান সিলেটের স্বনামধন্য, মানসম্পন্ন ও ব্যবসায়িকভাবে সফল প্রতিষ্ঠান ফিজা এন্ড কোং প্রাঃ লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম বাবুল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সহ-সভাপতি হাজী এম.এ. সাত্তার, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মোঃ সিরাজ উদ্দিন, সিলেট জেলা ক্রিকেট কমিটির সদস্য গোলাম জাবির চৌধুরী জাবু, সিলেট জেলা ফুটবল লীগ কমিটির কার্যনির্বাহী পরিষদের সদস্য নুরে আলম খোকন, এনামুল হক মুক্তা ও মাহমুদ হোসেন শাহীন, সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা মারিয়ান চৌধুরী মাম্মী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিলেট জেলা ক্রিকেট কমিটির সম্পাদক সৈয়দ তকরিমুল হাদী কাবী ও সহ-সম্পাদক জয়দীপ দাস সুজক, ১ম বিভাগ ক্রিকেট লীগ কমিটির সম্পাদক এ.টি.এম ইকরাম ও সহ-সম্পাদক এহিয়া আহমদ সুমন, বিসিবি’র সিলেট জেলা কোচ মারুফ হাসান, ক্রিকেট কোচ রানা মিয়া, ২য় বিভাগ ক্রিকেট লীগ কমিটির সহকারী সম্পাদক তপন কুমার মালাকার, ক্রীড়া সংগঠক কৃষ্ণ পদ দে, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, আক্কাস উদ্দিন আক্কাই, মিলন খান বাদশাহী, দুলাল হোসেন, এহতেশামুল হাসান লয়েছ প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.