Sylhet Today 24 PRINT

ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার সরকারি কলেজের সম্মেলন সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ০৬ জানুয়ারী, ২০১৭

‘রুখো সাম্রাজ্যবাদ-মৌলবাদ, শিক্ষা-বাণিজ্য ধ্বংস প্রলয়, চেতনার আকালে আবাদ করো নতুন সূর্যোদয়’ এ স্লোগানকে ধারণ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার সরকারি কলেজ সংসদের ১৯তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে সরকারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীতের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন সঙ্গীত শিক্ষক সুদর্শন রবিদাস। উদ্বোধন শেষে কলেজ ক্যাম্পাসে শোভাযাত্রা বের হয়।

পরে প্রশান্ত দেবে’র সভাপতিত্বে ও শুবিনয় শুভ’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের সাবেক নেতা আবু রেজা সিদ্দিকী ইমন, আহমদ আফরোজ, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি কামরুল হাসান মিজু, সুমন কান্তি দাশ, শেখ মো. সাব্বির আলম, কনক কান্ত ভৌমিক। সাংস্কৃতিক ইউনিয়ন সঙ্গীত পরিবেশন করে সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিকেলে কাউন্সিল অধিবেশন শেষে শুবিনয় শুভকে সভাপতি তপন দেবনাথকে সাধারণ সম্পাদক ও  শেখ মো. সাব্বির আলমকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্যের মৌলভীবাজার সরকারি কলেজের কমিটি গঠন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.