Sylhet Today 24 PRINT

রসুলপুর সোশ্যাল অর্গানাইজেশনের প্রবাসী ও গুণীজন সংবর্ধনা

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৯ জানুয়ারী, ২০১৭

বিদেশে থেকেও নিজ গ্রামের উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য শুক্রবার (৬ জানুয়ারি) ৬ প্রবাসীকে সম্মাননা প্রদান করেছে রসুলপুর সোশ্যাল অর্গানাইজেশন (RSO)। একই সাথে সংগঠনটি দীর্ঘ ২১ বছর থেকে গ্রামের মসজিদে দায়িত্বরত ইমাম সহ এলাকার ৩ কৃতি ব্যক্তিত্বকে গুণীজন সম্মাননা প্রদান করেছে।

সংগঠনের উপদেষ্টা মাস্টার ফরিদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং রসুলপুর সোশ্যাল অর্গানাইজেশন এর সহ সাধারণ সম্পাদক সৈয়দ রাসেলের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান হেলাল আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল খালিক চৌধুরী, তাজির আলী চৌধুরী, শরীফ আহমদ চৌধুরী, প্রবাসী আতিকুর রহমান চৌধুরী, শাহাব উদ্দিন খান, মাহবুবুল আলম চৌধুরী আলম, ফজলে এলাহী লস্কর ফেরদৌস।

জকিগঞ্জের রসুলপুর গৌছ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। প্রবাসীরা যুগে যুগে মাতৃভূমির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। বিদেশের মাটিতে কষ্টার্জিত অর্থ দিয়ে স্বদেশের কল্যাণকর কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রেখেছেন। বক্তারা আগামীতেও গ্রামের আর্থ-সামাজিক উন্নয়নে প্রবাসীরা এগিয়ে আসবেন বলে আশা প্রকাশ করেন।

এ সময় প্রবাসীরা গ্রামের উন্নয়নে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন এবং তাদেরকে সম্মানিত করার জন্য রসুলপুর সোশ্যাল অর্গানাইজেশন এর সকল সদস্যকে ধন্যবাদ জানান।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক রেদোয়ান আহমদ চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সৈয়দ আবুল হাসনাত জুয়েল, সমাজসেবী জুনেল আহমদ চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক ছদরুল আলম চৌধুরী লিমন, কোষাধ্যক্ষ রহমতে এলাহী লস্কর নাঈম, সহ সাংগঠনিক সম্পাদক ছদরুল আলম চৌধুরী সুমন, সাবেক সাধারণ সম্পাদক আহমদ আল রেজা চৌধুরী ছায়েক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক চৌধুরী রাদু, সমাজ কল্যাণ সম্পাদক আবুল হাসান চৌধুরী রামিম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুরুল হুদা লস্কর আশিক, পাঠাগার সম্পাদক শাহান লস্কর মাসুদ, স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদির প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসী শরীফ আহমদ চৌধুরী, আতিকুর রহমান চৌধুরী, শাহাব উদ্দিন খান, এনামুল হক চৌধুরী এনাম, মাহবুবুল আলম চৌধুরী আলম, ফজলে এলাহী লস্কর ফেরদৌস এবং জাহেদ আহমদ চৌধুরীকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া রসুলপুর গ্রামের লোকমান আহমদ চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান হেলাল আহমদ চৌধুরী, সাবেক স্কুল শিক্ষক ফরিদ উদ্দিন চৌধুরী এবং স্থানীয় মসজিদের ইমাম কাওছার আহমদ চৌধুরীর হাতে গুণীজন সম্মাননা তুলে দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল জব্বার চৌধুরী, নজমুল হক চৌধুরী, কামাল আহমদ চৌধুরী, সংগঠনের সহ সভাপতি আব্দুল ফাত্তাহ চৌধুরী বাবু, মাহবুবে এলাহী লস্কর সাদু, মিজানুল ইসলাম চৌধুরী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.