Sylhet Today 24 PRINT

বাল্যবিবাহ নিরোধ আইন ও ঝুমার উপর হামলাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ১৮ জানুয়ারী, ২০১৭

বাল্যবিবাহ নিরোধ আইনে ১৮’র সাথে কোন শর্ত নয় এই প্রতিপাদ্য নিয়ে ও মেধাবী কলেজ ছাত্রী এলিনা আক্তার ঝুমার উপর হামলাকারী বাহারের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির গার্লস এডভোকেসী এলায়েন্স প্রকল্প এবং যৌন হয়রানী নির্মূলকরণ নেটওয়ার্ক ও পল্লী সমাজ সিলেট সদরের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির বিভাগীয় সমন্বয়কারী এড. শিরিন আক্তারের সভাপতিত্বে ও বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির গার্লস এডভোকেসী এলায়েন্স প্রকল্পের সমন্বয়কারী আকলিমা চৌধুরীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট জেলা বারের প্রাক্তন সভাপতি এমাদুল ইসলাম শাহিন, সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক কাইয়ূম উদ্দিন, এড. জাকিয়া, রুখসানা সহ ছাত্রছাত্রী ও পল্লী সমাজের নারী নেত্রীবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.