Sylhet Today 24 PRINT

বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার কর্মীসভা অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জানুয়ারী, ২০১৭

বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার কর্মীসভা শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় বন্দরবাজারস্থ ব্রাহ্ম মন্দিরে অনুষ্ঠিত হয়েছে। সভায় মহানগর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি এড. মৃত্যুঞ্জয় ধর ভোলা সিলেট জেলা আয়কর আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি শান্ত দেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রথীন্দ্র দাস ভক্তের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য, মহানগরের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।

বিশেষ অতিথি ছিলেন জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্ঠান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এড. প্রদীপ ভট্টাচার্য, মহানগরের সাধারণ সম্পাদক এড. প্রদীপ কুমার দেব, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. নিরঞ্জন দে, মহানগর আওয়ামীলীগ নেতা তপন মিত্র, সাধারণ সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, মহানগরের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, জেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি এড. রঞ্জন ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় দাস ধনু।

এছাড়াও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মহানগর ছাত্র যুব ঐক্য পরিষদের সহ সভাপতি বিদ্যুৎ ভূষণ দেব, দেবব্রত তালুকদার, মিটু মোহন দেব, যুগ্ম সাধারণ সম্পাদক অপূর্ব কুমার দাস, বিদ্যা ভূষণ চন্দ, সাংগঠনিক সম্পাদক রকি দেব, জেলা ছাত্র যুব ঐক্য যুব ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক দিবাকর দাস, দপ্তর সম্পাদক পাপ্পু চন্দ, সুমনদ সা, মৃন্মনয় দাস, কপিলেম্বর দেব, বিধান কৃষ্ণ রায়, বিজয় কর্মকার, শুভ জ্যোতি সরকার, আশীষ দেব, রানা ঘোষ, বিধু মালাকার, অমর চন্দ্র দাস, অপু কর, হৃদয় ঘোষ, বিদ্যুৎ কান্তি সরকার, বিশাল দে, চয়ন দাশ, অনিক সরকার, রাজীব সরকার, রক্তিম চায়, সৌরভ তরফদার, শিতন দেবনাথ, জয়দীপ চক্রবর্তী, সজল কান্তি দাস, প্রশান্ত সাগর, তন্ময় জয়, মিটু কুমার ঘোষ, সুমন চক্রবর্তী, আফজাল পুলক, প্রিয়ান মজুমদার, কামদেব দাস দেবু, কুপেত সাগর, অমিত দেবনাথ, আগম দেবনাথ, সুব্রত দাশ, পাপনু দে, মনয় কর, সুমন আচার্য্য, পরেশ চন্দ্র দাস, দিনু তালুকদাুর, রূপম তালুকদার, মংখু, পার্থ, স্বজন, সুপ্রিয় তালুকদার প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে জালালাবাদ থানা ছাত্র যুব ঐক্য পরিষদের কমিটিতে রতি লাল দাসকে সভাপতি, জুর্নেল চৌধুরী জনিকে সাধারণ সম্পাদক, পংকজ কান্তি দাসকে সাংগঠনিক সম্পাদক করে একটি কমিটির অনুমোদন দেয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.