Sylhet Today 24 PRINT

‘পোড়া মৃতদেহের রাজনীতি ও সময়ের গল্প’ গ্রন্থের মোড়ক উন্মোচন

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জানুয়ারী, ২০১৭

সুইডেন প্রবাসী লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক সাব্বির খানের ‘পোড়া মৃতদেহের রাজনীতি ও সময়ের গল্প’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ ইউনিভার্সিটির সিন্ডিকেট মিলনায়তনে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়।

রাজনীতি, ইতিহাস ও সমসাময়িক ঘটনা নিয়ে লেখা লেখকের এই প্রথম গ্রন্থটি প্রকাশ করেছে ‘অনিন্দ্য প্রকাশ’।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আতিকুল ইসলাম, কালের কণ্ঠ নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ এ আরাফাত প্রমুখ। গ্রন্থটি এবারের একুশে বইমেলায় পাওয়া যাবে।

বক্তব্যে ইমদাদুল হক মিলন বলেন, ‘এই বইয়ের মাধ্যমে আমরা বাংলাদেশের রাজনৈতিক চেহারা দেখতে পাব। এই বই গবেষক, রাজনীতিবিদসহ সাধারণ মানুষেরও কাজে লাগবে। তাই বইয়ের লেখক সাব্বির খানকে ধন্যবাদ।’

আতিকুল ইসলাম বলেন, ‘এই ধরনের বই বাংলাদেশে আরো দরকার। যারা স্বাধীনতা বিশ্বাস করেন, যারা বাঙালিত্বে বিশ্বাস করেন তাদের ঘরে ঘরে এই বইটা থাকা দরকার।’

মোহাম্মদ এ আরাফাত বলেন, ‘৭৫ পরবর্তী সময়ে অসাম্প্রদায়িক ভাবনার পেছনে সাম্প্রদায়িক, জয় বাংলার পেছনে জিন্দাবাদ প্রচার করা হয়েছে। এখন আমাদের অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক ভাবনাগুলো আরো বাড়ানো দরকার। তবে ভাবনাগুলো মানুষের মধ্যে যাওয়ার জন্য কিছু কাজ দরকার। সাব্বির খানের এই বইটি সেই কাজগুলোই করেছে।’

অনুভূতি প্রকাশ করতে গিয়ে সাব্বির খান বলেন, ‘এটা আমার প্রথম বই। অনেক দিন ধরেই লিখি তবে বই প্রকাশ করা হয়নি। পোড়া মৃতদেহের রাজনীতি ১৯৯১ সাল থেকে শুরু হয়েছিল আজও চলছে। এই বইটা একটা আর্কাইভ, একটা রেফারেন্স বই বলা যায়। ভবিষ্যতে যে কোনো গবেষণা বা ভাবনায় এই বইটি যে কারো কাজে লাগবে বলে আমার বিশ্বাস।’

সাব্বির খান ১৯৬৬ সালের ৩০ জুলাই জš§গ্রহণ করেন। তার পৈত্রিক বাড়ি গোপালগঞ্জে। স্বৈরশাসন-বিরোধী আন্দোলনে সক্রিয়তার জন্য তিনি এরশাদ সরকারের কোপানলে পড়ে দেশত্যাগে বাধ্য হন এবং সুইডেনে রাজনৈতিক আশ্রয় লাভ করেন। তিনি সুইডেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত সাংবাদিক হিসেবে ‘দ্য ফরেন প্রেস অ্যাসোসিয়েশন-সুইডেন’ এই ‘সুইডিশ পেন’ এর সদস্য। তিনি বাংলাদেশের দৈনিক কালের কণ্ঠের স্ক্যান্ডিনেভিয়া প্রতিনিধি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.