Sylhet Today 24 PRINT

শ্রমিক কাজলের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৭ জানুয়ারী, ২০১৭

পরিবহন শ্রমিক মো. কাজলের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানবাধিকার বাংলাদেশ-এর মহাসচিব মানবাধিকার কর্মী ও সাহিত্যিক লায়ন শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদী, মঞ্জুরুল আলম টিপু, এডভোকেট ফারুক আহমেদ, মাহামুদ হাসান তাহের, মনির জামান, ফরহাদ শিমুল, শেখ রেজাউল করিম, সিফাতউল্লাহ মিয়ার নেতৃত্বে উক্ত কর্মসূচীতে নির্মমভাবে খুনের শিকার নিরীহ পরিবহন শ্রমিক মো. কাজলের মা সালমা বেগম, স্ত্রী ময়না বেগম, দুই ভাই রকি, শাওন, বোন সুমীসহ বিভিন্ন স্তরের রাজনীতিক, মানবাধিকার কর্মী, শ্রমিক নেতাগণ সংহতি প্রকাশ ও বিচারের দাবিতে বক্তব্য রাখেন।

উল্লেখ্য, দৈনিক বাংলাদেশ প্রতিদিনসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের তথ্যানুযায়ী গত ২৪ ডিসেম্বর ২০১৬ তারিখে মো. কাজলকে হত্যার পর লাশ গুম করে সন্ত্রাসীরা। ৩ জানুয়ারি কাজলের মা সালমা বেগমের অভিযোগের ভিত্তিতে লাশ উদ্ধার করে পুলিশ। ৪ তারিখ দাফন হলেও আসামীদের মধ্য থেকে মাত্র ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে কাজলের মা অভিযোগ করেন যে, ময়না তদন্তের রিপোর্ট এখনো দেয় নি পুলিশ, আর আসামীরা আমাদেরকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.