Sylhet Today 24 PRINT

হিজড়া জনগোষ্ঠী ছাড়া সরকারের উন্নয়ন সম্ভব নয়: বাসুদেব বণিক

সিলেটটুডে ডেস্ক |  ১৬ ফেব্রুয়ারী, ২০১৭

সিলেট হিজড়া কল্যাণ সংস্থার ও বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে হিজড়া জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) নগরীর শাহজালাল উপশহরে এ শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।
 
শীতবস্ত্র প্রদানকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বাসুদেব বণিক।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সিলেট হিজড়া কল্যাণ সংস্থার সভানেত্রী সুন্দরী হিজড়া, এমএসবি ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শাহনুর চৌধুরী, ২৬নং ওয়ার্ড এএসবি ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহেদ আহমদ সুমিন, সুরমা টাওয়ার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. শাকিল আহমদ, ডিআইস ম্যানেজার চাঁদনী আক্তার প্রমুখ।

প্রধান অতিথি এ সময় বলেন, সরকার ও সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে হিজড়ারাও রাষ্ট্রের কাজে লাগবে। এ জনগোষ্ঠী ছাড়া সরকারের উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, হিজড়া জনগোষ্ঠীও জনগণের একটি অংশ। তাই তাদেরকে বাদ দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া দুঃসাধ্য।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.