Sylhet Today 24 PRINT

সিলেটে সম্মিলিত নাট্য পরিষদের ২ দিনব্যাপী অমর একুশের অনুষ্ঠানমালা

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৯ ফেব্রুয়ারী, ২০১৭

সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেট অমর একুশে উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে।

২০ ফেব্রুয়ারি সোমবার বিকাল ৩টা থেকে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে একুশের আবৃত্তি, গান, নৃত্য ও পথ নাটকের দলীয় পরিবেশনার মাধ্যমে শুরু হবে ২ দিনের এ আআয়োজন। ওইদিন রাত সাড়ে ১১টা পর্যন্ত চলবে একুশের নানা অনুষ্ঠান।

২১ ফেব্রুয়ারি ভোর ৫.৪৫ মিনিটে ঐতিহাসিক ক্বীন ব্রীজ চত্বর থেকে শুরু হবে প্রভাতফেরী। নগ্ন পায়ে প্রভাতফেরীতে অংশ নেবেন সিলেটের সংস্কৃতিকর্মীসহ সাধারণ মানুষ। প্রভাতফেরীর পর সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে অর্পণ করা হবে একুশের বীর শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। এরপর শহিদ মিনারে অনুষ্ঠিত হবে মুজিব জাহান রেড ক্রিসেন্টের সহযোগিতায় রক্তদান কর্মসূচী।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেট প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত মহান একুশের অনুষ্ঠানমালায় সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.