Sylhet Today 24 PRINT

মইন উদ্দিন আদর্শ মহিলা কলেজে ‘এপিক জার্নি’ প্রোগ্রাম অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ১৯ ফেব্রুয়ারী, ২০১৭

‘স্টাডিং ইংলিশ ইজ স্মার্টনেস’ এই স্লোগানকে ধারণ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সিলেটের মইন উদ্দিন আদর্শ মহিলা কলেজের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ‘এপিক জার্নি’ নামক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক পার্থ সারতি নাগ’র সভাপতিত্বে ও সম্মান ২য় বর্ষের শিক্ষার্থী রাজিয়া সুলতানা ছোয়া’র সঞ্চালনায় বক্তব্য রাখেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক মাহবুবুর রউফ নয়ন, অধ্যাপক সৈয়দা ফাতেমা সুলতানা। শিক্ষার্থীদের মধ্যে সংগীত পরিবেশন করেন আফিফা খানম, আফরোজা আক্তার, তাহমিদ ফেরদৌসি মারুয়া, কোরেশী রাহনুমা প্রমুখ।

সভাপতি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ইংরেজি বিভাগের শিক্ষার্থীবৃন্দ শুধু পড়াশোনায় নয় খেলাধুলা বার্ষিক মিলাদ, কবিতায়, গানেও ইতোমধ্যে এই কলেজে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। গত বছর আমরা সেমিনার ও ১ম বর্ষ শিক্ষা সমাপনী অনুষ্ঠানের আয়োজন করেছি। আজকের এই চমৎকার অনুষ্ঠান দেখে আমি এবং আমার সহকর্মীবৃন্দ মুগ্ধ। এই অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে প্রমাণ করেছ তোমরাই স্মার্ট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.