Sylhet Today 24 PRINT

চিকনাগুল ১ম আনোয়ার হোসেন নাইট মিডভার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ০২ মার্চ, ২০১৭

জৈন্তাপুর উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়ন পরিষদ সংলগ্নমাঠে অনুষ্ঠিত হয়েছে ১ম আনোয়ার হোসেন নাইট মিডভার ফুটবল টুর্নামেন্টের।  ফাইনাল খেলায় 'ফাইভ স্টার' বালিপাড়া চ্যম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে।

বুধবার রাতে ফাইনাল খেলায় তারা ফ্রেন্ড স্টার হরিপুরকে  ট্রাইবেকারে ২-১ গোলে পরাজিত করে টুর্নমেন্টের শিরোপা অর্জন করে। নির্ধারিত সময়ে উভয়দল কোন গোল করতে পারেনি।

এর আগে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী, সিসিকের ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, চিকনাগুল ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ, খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান এডভোকেট আফর আহমদ, চিকনাগুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবিএম জাকারিয়া, শিক্ষক সেলাল আহমদ, সিলেট প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শিহাব,ইউপি আওয়ামী লীগ সভাপতি ডা. আবুল হাসানাত চৌধুরী,ব্যবসায়ী মুজিবুর রহমান, ওয়ার্ড মেম্বার ফখরুল ইসলাম, নজির আহমদ, হাফেজ আব্দুল মুছাব্বির, আওয়ামী লীগ নেতা আলা উদ্দিন, সাবেক চেয়ারম্যন আব্দুল মতিন, খাদিমপাড়া ইউপি'র ওয়ার্ড মেম্বার নিজাম উদ্দিন, তোফায়েল আহমদ, আবু সায়েম, ফাইনাল খেলার উদ্বোধন ঘোষনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন এলাকার বিশিষ্ট মোরব্বি মো. আলী আহমদ।

৩মাস ব্যাপী খেলায় সিলেট জেলার বিভিন্ন উপজেলার ১২৮টি দল অংশ গ্রহনকরে।
শান্তিপূর্ণভাবে খেলা সম্পন্ন হওয়ায় এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন খেলার পৃষ্টপোশক প্রবাসী আনোয়ার হোসেন। পরে  উভয় দলের মধ্যে খেলা শুরু হয়।
দুই দলের বিদেশী খেলোয়াড়দের নিয়ে গড়া এ ফাইনাল খেলা প্রায় ১০ হাজারেরও বেশী দর্শক উপভোগ করেন।

খেলার শুরুতে 'ফ্রেন্ড স্টার হরিপুর' নাইজেরিয়া’র খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত দল একছত্র আধিপত্য বিস্তার করে 'ফাইভ স্টার' বালিপাড়াকে চাপের মধ্যে রাখে। এ সময় 'ফ্রেন্ড স্টার হরিপুর' দলের খেলোয়াড়রা একত্রিত হয়ে দফায় দফায় 'ফাইভ স্টার' বালিপাড়াকে গোল মুখে আক্রমন করতে থাকে। তবে 'ফাইভ স্টার' বালিপাড়ার গোল রক্ষক দক্ষতার পরিচয় দিয়ে আক্রমন প্রতিহত করেন।

প্রথম অর্ধে উভয় দলের খেলোয়াড়রা তাদের নিজ নামের প্রতি সুবিচার করতে না পারায় গোল শুন্য ভাবে শেষ হয়। খেলায় দ্বিতীয় অর্ধে উভয় দলের খেলোয়াড়রা নিজ দলকে জয়ী করতে আক্রমন পাল্টা আক্রমন করতে থাকে এ সময় মাঠে উপস্থিত দর্শকদের মাঝে চরম উত্তেজনার সৃষ্টি হয়।

নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় সরাসরি ট্রাইবেকারে খেলা নিস্পত্তি হয়। ট্রাইবেকারে ফ্রেন্ড স্টার হরিপুরকে ২-১ গোলে পরাজিত করে টুর্নমেন্টের শিরোপা অর্জন করে 'ফাইভ স্টার' বালিপাড়া।

খেলা শেষে চ্যম্পিয়ান দলের অধিনায়কের হাতে হাতে পুরুস্কার তুলে দেন অতিথিরা।
খেলার সার্বিক পরিচালনায় ছিলেন চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফয়জুল ইসলাম লিটন ও আব্দুল মছব্বির।

খেলায় প্রধান রেফারির দায়িত্বে ছিলেন, সৈয়দ ফয়েজ আহমদ। ধারাভাষ্যে ছিলেন, এনায়েত হোসেন জুয়েল, আজাদুর রহমান আজাদ ও ইফতেখার আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.