Sylhet Today 24 PRINT

চিলেকোঠার প্রকাশনা উৎসব সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ২৯ মার্চ, ২০১৭

সিলেট দরগা গেইটস্থ কেমুসাস বইমেলা মঞ্চে সোমবার চিলেকোঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ প্রকাশনী থেকে প্রকাশিত এবারের বই নিয়ে উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লে. কর্নেল (অব.) আলী আহমদ।

সাহিত্য সংস্কৃতি সম্পাদক আব্দুল মুকিত অপির সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেমুসাসের সহ সভাপতি  গল্পকার সেলিম আউয়াল, কেমুসাসের সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, কবি বাছিত ইবনে হাবীব, কবি মামুন সুলতান, ছড়াকার মতিউল ইসলাম মতিন, শফিকুর রহমান চৌধুরী, আবুল কালাম আজাদ ছোটন, মুহিত চৌধুরী। উৎসবে সৈয়দ আছলাম হোসেনের প্রবন্ধ বিষয়ক বই ‘ফাইল কেন নড়ে না’, অধ্যাপক শ্যামলেশ দাশের গবেষণাগ্রন্থ ‘মরমীয়া সাধক দেওয়ান হাসন রাজা’ ও নেছার আহমদ জামালের  উপন্যাস ‘মরীচিকার ঢেউ’, শামসুল ইসলাম শরীফের কাব্যগ্রন্থ ‘বিরহের চিঠি’র মোড়ক উন্মোচন করা হয়।

চিলেকোঠা প্রকাশনীর স্বত্ত্বধীকারী নেছার আহমদ জামালের স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে অতিথিরা বলেন, একটি ভালো প্রকাশনী সমাজ বদলের হাতিয়ার হিসেবে কাজ করতে পারে। প্রকাশনীই লেখক-পাঠকের সেতুবন্ধন তৈরি করে। তাই লেখকের বই প্রকাশের আগে লেখক ও বই- দুটো বিষয়কেই গুরুত্ব দেওয়া দরকার। চিলেকোঠা প্রকাশনী ভালো মানের বই প্রকাশ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন লেখকরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.