Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জকে বন্যাদুর্গত এলাকা ঘোষণার দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ০৭ এপ্রিল, ২০১৭

সুনামগঞ্জকে বন্যাদুর্গত এলাকা ঘোষণা, দ্রুত ত্রাণ সহায়তা প্রেরণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের অতিসত্ত্বর ক্ষতিপূরণ দেয়ার দাবির সাথে একাত্মতা ঘোষণা করে মানববন্ধন করেছেন চিকিৎসকরা।

শুক্রবার নগরীর দরগা-মহল্লা এলাকায় অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশ নেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল।

মানববন্ধনে সিলেট বিভাগের বিভিন্ন জেলা এবং বিভিন্ন উপজেলা থেকে আগত চিকিৎসকরা অংশগ্রহণ করেন।

ডা. এহতেশামুল হক চৌধুরী ভাটিবাংলার কৃষকের ন্যায্য দাবীর সাথে একমত পোষণ করে অবহেলিত নিপীড়িত সুনামগঞ্জবাসীর পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি অনুরোধ করেন, প্রত্যেকে যার যার অবস্থান থেকে বন্যাদুর্গত কৃষকদের পাশে থেকে মানবতার সেবায় এগিয়ে আসার জন্য।

মানববন্ধন শেষে দেয়া সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি সুনামগঞ্জকে বন্যাদুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়ে বলেন, প্রতি বছর বাঁধ ভেঙ্গে জমিতে ফসল নষ্ট কোন সভ্য দেশে মেনে নেয়া যেতে পারে না। কৃষক শ্রমিক এবং সুনামগঞ্জবাসীর স্থায়ী দুঃখ লাগবে সরেজমিনে প্রতিবেদন তৈরিপূর্বক বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করে হাওরবাসীদের বন্যা সমস্যার স্থায়ী সমাধান করতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.