Sylhet Today 24 PRINT

বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে সিলেট শিল্পকলার নৃত্য প্রতিযোগিতা ২৭ এপ্রিল

সিলেটটুডে ডেস্ক |  ২৪ এপ্রিল, ২০১৭

বিশ্ব নৃত্য দিবস ২০১৭ উদযাপন উপলক্ষে সিলেট জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

শনিবার (২৯ এপ্রিল) দুপুর আড়াইটায় রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

আগ্রহী প্রতিযোগীদের আগামী ২৭ এপ্রিল বিকাল ৫টার মধ্যে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে নাম রেজিস্ট্রেশন করতে হবে।

প্রতিযোগিতা মোট চারটি গ্রুপে অনুষ্ঠিত হবে : 'ক’ গ্রুপ- কেজি থেকে ৪র্থ শ্রেণি পর্যন্ত; ‘খ’ গ্রুপ- ৫ম থেকে ৭ম শ্রেণি পর্যন্ত; ‘গ’ গ্রুপ- ৮ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত; ‘ঘ’ গ্রুপ- কলেজ/বিশ্ববিদ্যালয়/অন্যান্য। সকল গ্রুপের বিষয় : সাধারণ নৃত্য (দেশাত্মবোধক/ রবীন্দ্র/নজরুল/আধুনিক/মিউজিক কম্পোজিশন)।

উল্লেখ্য, প্রত্যেক প্রতিযোগীকে নৃত্যের কস্টিউম পড়ে তাদের নৃত্যের গান সিডি/মোবাইলে নিয়ে আসতে হবে। কর্তৃপক্ষ সাউন্ড সিস্টেমের ব্যবস্থা রাখবে।

প্রতিযোগিতায় প্রতি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী প্রতিযোগীকে ২৯ এপ্রিল বিকাল ৫টায় রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে সনদপত্র ও পুরস্কার প্রদান করা হবে। পাশাপাশি প্রতিযোগিতায় প্রতি বিভাগে প্রথম স্থান অধিকারী প্রতিযোগীকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের সুযোগ দেওয়া হবে।    


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.