Sylhet Today 24 PRINT

মে দিবসে শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় এসএমপির নির্দেশনা

সংবাদ বিজ্ঞপ্তি  |  ৩০ এপ্রিল, ২০১৭

মহান মে দিবস উদযাপনে সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় বিভিন্ন নির্দেশনা দিয়েছে সিলেটের পুলিশ প্রশাসন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) বিভূতি ভূষণ ব্যানার্জীর পাঠানো বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানানো হয়েছে।

নির্দেশনায় আরো আছে, মে দিবসের অনুষ্ঠান সম্পর্কে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা, উন্মুক্ত স্থানে বিকেল ৫টার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানসমূহ শেষ করা, নিজস্ব সেচ্ছাসেবক ও নিরাপত্তা কর্মী নিয়োগের মাধ্যমে অনুষ্ঠানস্থলের সার্বিক শৃঙ্খলা রক্ষা, প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী সহায়তা নেয়া, অনুমোদিত অনুষ্ঠান আয়োজনকারী কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ক্ষেত্রে সিসিটিভি স্থাপন করা।

অনুষ্ঠানের আয়োজনকারী কর্তৃপক্ষকে অনুষ্ঠানের নিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

নগরবাসীর মহান মে দিবস উদযাপন এবং সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে সিলেট মহানগরী পুলিশ আইন-২০০৯ এর ধারা-১১১ এর প্রদত্ত ক্ষমতা বলে আগামী ১ মে পর্যন্ত গণবিজ্ঞপ্তিটি বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.