Sylhet Today 24 PRINT

মানবাধিকার শান্তি পদক পাচ্ছেন সিলেটের ব্যবসায়ী আহমেদ সাজিদ

সিলেটটুডে ডেস্ক |  ১০ মে, ২০১৭

ব্যবসা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় মানবাধিকার শান্তি পদক পাচ্ছেন সিলেটের ব্যবসায়ী রোটারিয়ান আহমদ সাজিদ। ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস নামক একটি মানবাধিকার সংগঠন তাকে এ পদক প্রদান করছে।

আগামি ১০ মে "মহান মে দিবস উপলক্ষে- শ্রমিকের অধিকার রক্ষায় ও মানবাধিকার প্রতিষ্ঠায় আমাদের করণীয়" শীর্ষক আলোচনা সভা ও গুণিজন সংবর্ধণার আয়োজন করেছে। এ অনুষ্ঠানে আহমেদ সাজিদকে 'মানবাধিকার শান্তি পদক- ২০১৭' প্রদািন করা হবে।

১০ মে রাজধানীর সেগুনবাগিচার আখতার ইমাম অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিচারপতি মো. জয়নুল আবেদিন। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ভাষা সৈনিক রেজাউল করিম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন।

পদকপ্রাপ্ত আহমেদ সাজিদ সিলেট নগরীর চৌহাট্টার ব্যবসায়ী ও ঠিকাদার গোলাম সরওয়ার ও মালেকা বেগমের ছেলে। মেসার্স আহমেদ সাজিদ ও এএসটি এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী আহমেদ সাজিদ রোটারি ক্লাব অব সিলেট হলিল্যান্ডের ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন। এছাড়া বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.