Sylhet Today 24 PRINT

মানবাধিকার শান্তি পদক পেয়েছেন নর্থইস্টের চিকিৎসক আল-মাহির ফেরদৌস

সিলেটটুডে ডেস্ক |  ১৩ মে, ২০১৭

'মহান মে দিবস উপলক্ষে শ্রমিকের অধিকার রক্ষায় ও মানবাধিকার প্রতিষ্ঠায় আমাদের করণীয়' শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনার আয়োজন করেছে ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস নামক একটি মানবাধিকার সংগঠন।

চিকিৎসক ও মানবসেবক হিসেবে বিশেষ অবদান রাখায় এবার 'মানবাধিকার শান্তি পদক-২০১৭' পেয়েছেন সিলেটের নর্থইস্ট মেডিকেল কলেজের চিকিৎসক ও মানবসেবক ডা. মো. আল-মাহির ফেরদৌস মাহি।

বুধবার (১০ মে) আখতার ইমাম অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তাঁর হাতে এ পদক তুলে দেন বিচারপতি মো.জয়নুল আবেদিন।

এ বিষয়ে ডা. মাহি বলেন, চিকিৎসক কিংবা মানবসেবক হিসেবে কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছি জানি না, তবে সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর অদম্য ইচ্ছা নিয়ে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এ পদক আমার কার্যক্রমে আরো গতি সঞ্চার করবে বলে আমার বিশ্বাস।

উল্লেখ্য, ডা. আল-মাহির ফেরদৌস মাহি কেন্দ্র মাথিউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফৌজিয়া সুলতানা লোদী ও মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. এম এ কুদ্দুসের একমাত্র সন্তান। তাঁর গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার দাস গ্রামে। তিনি ২০০৯ সালে এমবিবিএস সম্পন্ন করে চাকরিতে যোগদান করেন। বর্তমানে নর্থইস্ট মেডিকেল কলেজে অর্থোপেডিক্স বিভাগে আবাসিক সার্জন হিসেবে কর্মরত।

চিকিৎসক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ডা. মাহি বিভিন্ন সমাজসেবামূলক কাজে নিয়মিত অংশগ্রহণ করেন। বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প, ঔষধ সরবরাহ সহ বিভিন্ন সেবা দিয়ে থাকেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.