Sylhet Today 24 PRINT

আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা পিছিয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি  |  ২০ মে, ২০১৭

বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী তালিকাভুক্তির প্রিলিমিনারি বা নৈর্ব্যত্তিক (এমসিকিউ) পরীক্ষার তারিখ পিছিয়ে আগামী ২১ জুলাই নির্ধারণ করা হয়েছে।

বার কাউন্সিলের সচিব মোহাম্মদ আনিসুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। শনিবার (২০ মে) বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৈর্ব্যত্তিক পরীক্ষার তারিখ অনিবার্য কারণবশতঃ পরিবর্তন করা হলো। পরীক্ষা অনুষ্টিত হবে ২১ জুলাই। এছাড়া গত ১৩ এপ্রিল প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য অংশ, ঘোষণা নির্দেশনা ও শর্তাবলী অপরিবর্তিত থাকবে। পূর্ব ঘোষণা অনুয়ায়ী বিলম্ব ফি ২০০ টাকা দিয়ে ২১ মে পর্যন্ত পরীক্ষার জন্য ফরম জমা দেওয়া যাবে।

আইনজীবী তালিকাভুক্তির প্রিলিমিনারি পরীক্ষা ২ জুন হওয়ার কথা ছিল। নতুন তারিখ অনুযায়ী ২১ জুলাই শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানে এ পরীক্ষা হবে। রোল নম্বর অনুযায়ী পরীক্ষার স্থান পরীক্ষার্থীদের বার কাউন্সিল কর্তৃপক্ষ জানিয়ে দেবে।

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা তিন ধাপে হয়ে থাকে। প্রথম ধাপে একজন শিক্ষার্থীকে প্রিলিমিনারি পরীক্ষা দিতে হয়। প্রিলিমিনারিতে যারা পাশ করবেন তারা লিখিত পরীক্ষায় অংশ নিতে পারেন। লিখিত পরীক্ষায় যারা পাশ করবেন, তারা মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। এরপর আইনজীবী তালিকাভুক্তির চুড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.