Sylhet Today 24 PRINT

সিলেটে গ্লোবাল সেইফ সিটি ফর ওমেন ডে পালিত

সিলেটটুডে ডেক্স  |  ২৪ মে, ২০১৭

গ্লোবাল সেইফ সিটি ফর ওমেন ডে উপলক্ষে বেসরকারী উন্নয়ন প্রতিষ্টান পপুলেশন সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টারের বাস্তবায়নাধীন শী-ক্যান প্রকল্পের উদ্যোগে সিলেটে বুধবার (২৪ মে)পালিত হয়েছে।

শী ক্যান প্রকল্পের সিলেট কার্যালয়ে সিলেটের ক্যাম্পেইন অফিসার সত্যজিত দত্ত পুরকায়স্থের সঞ্চালনায় প্রকল্পের কমিউনিটি ওয়াচ গ্রুপের সদস্যরা নারীর জন্য নিরাপদ শহর গড়ার লক্ষ্যে স্থানীয় সরকারের কাছে বাল্য বিবাহ বন্ধ, যৌতুক প্রতিরোধ, আলোকিত সড়ক, পথ নির্দেশক সাইন বোর্ড স্থাপন সহ নানা দাবী উপস্থাপন করেন।

দেশের সাতটি বিভাগীয় শহরে প্রাথমিক গবেষণার কাজ সম্পাদন করে ২০১৪ সালে সেই গবেষণার ফল প্রকাশের মাধ্যমে ‘নিরাপদ নগরী, নির্ভয় নারী’ ক্যাম্পেইন ঘোষণা করে বেসরকারি এ সংস্থা। এরই প্রেক্ষাপটে একশনএইড ফেডারেশন ২০১৫ সালের ২০ মে-কে ‘বিশ্বব্যাপী নারীর জন্য নিরাপদ শহর দিবস’ নির্ধারণ করে প্রচারণা চালিয়ে আসছে। বর্তমানে বিশ্বের ১৭টি দেশ একযোগে এ দিবসটি পালন করছে।

দাতা সংস্থা Action Aid এবং UKAID এর আর্থিক ও কারিগরি সহায়তায় পিএসটিসি বাংলাদেশের ৭ টি বিভাগীয় শহরের ৭ টি সিটি কর্পোরেশনের মোট ১৭টি বস্তিতে (ঢাকার নারায়নগঞ্জ, সিলেট, রংপুর, চট্রগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল) নারীর প্রতি যৌন হয়রানী ও সহিংসতা প্রশমনের লক্ষ্যে ৩ বছর মেয়াদী শী-ক্যান প্রকল্প বাস্তবায়ন করছে। নারীর ক্ষমতায়ন, স্থানীয় সেবাদানকারী প্রতিষ্টান সমুহের (সিটি কর্পোরেশন, পুলিশ বাহিনী, হাসপাতাল, নগর পরিবহন, বিপনী বিতান, জনচলাচলের স্থান) জেন্ডার সংবেদনশীল করন ও ইতিবাচক মনোভাব তৈরী করা এই প্রকল্পের মুল উদ্দেশ্য ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.