Sylhet Today 24 PRINT

ভাস্কর্য সরানোর প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ

সিলেটটুডে ডেস্ক  |  ২৬ মে, ২০১৭

সুপ্রিম কোর্ট এলাকা থেকে ন্যায় বিচারের প্রতীক গ্রীক দেবীর ভাস্কর্যটি সরানোর প্রতিবাদে এবং ঢাকায় প্রতিবাদ করতে গিয়ে পুলিশের হাতে আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সংসদ।

এতে সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করে বাংলাদেশ ছাত্রমৈত্রী মৌলভীবাজার জেলা কমিটি।

শুক্রবার (২৬ মে) সন্ধায় শহরের চৌমোহনা এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে চৌমোহনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ইউনিয়নের জেলা সভাপতি মাসুক মিয়া, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সহসভাপতি রনি পাল, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জেলা ছাত্র মৈত্রীর সভাপতি শেখ মাহবুব হাসান মুক্তা, ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সাধারণ সম্পাদক জাহিদ হাসান রাজু প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সরকার মৌলবাদী ও স্বাধীনতা বিরোধীদের সাথে যে আপোষের রাজনীতি শুরু করেছে সেটা সুখকর হবেনা। সরকার তাদের লাই দিয়ে মাথায় তুলেছে। এখন তারা দেশের সকল ভাস্কর্য ভাঙ্গার দাবি করছে। তাদের এই জগন্য আগ্রাসন রুখতেই হবে। এজন্য সকল প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহবান জানান তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.