Sylhet Today 24 PRINT

ছাত্র ইউনিয়নের মিছিলে হামলার প্রতিবাদে উদীচীর বিবৃতি

সিলেটটটুডে ডেস্ক |  ২৭ মে, ২০১৭

ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের মিছিলে হামলার প্রতিবাদ জানিয়েছে উদীচী সিলেট জেলা সংসদ।

শনিবার সন্ধ্যায় উদীচী সিলেটের সভাপতি একে শেরাম ও সাধারণ সম্পাদক ডা. অভিজিৎ দাস জয় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বিকেলে কেন্দ্রঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করে ছাত্র ইউনিয়ন। সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দী ও উদীচীর কেন্দ্রীয় কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য আরিফ নুরসহ ৪ নেতাকর্মীর মুৃক্তির দাবিতে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে অর্তকিতে হামলা চালায় ইসলামী শাসনতন্ত্র আন্দােলন নামের একটি সাম্প্রদায়িক গোষ্ঠি।

এতে উদীচী সিলেট জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক হিতাংশু কর বাবু, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দিপঙ্কর দাসগুপ্তসহ ৬ জন নেতাকর্মী আহত হন।

এই হামলার নিন্দা জানিয়ে বলেন, সরকারের আস্কারা পেয়ে দেশে সাম্প্রদায়িক গোষ্ঠি বেপোরোয়া হয়ে উঠেছে। পুলিশের উপস্থিতিতেই শনিবার হামলা চালায় এই গোষ্ঠি। যা অসাম্প্রদায়িকতা ও বাক স্বাধীনতার উপরই হামলা।

উদীচী নেতৃবৃন্দ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে  দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.